বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন




এই অপমান আমার প্রাপ্য: শাহরিয়ার নাজিম জয়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ২:৪৯ pm
PM pays rich tributes to Bangabandhu on historic March 7 ৭ মার্চ martyred homage Prime Minister Sheikh Hasina Wazed Bangladesh pm hasina pm-hasina National Martyrs Memorial Jatiyo Sriti Shoudho national monument Independence Liberation প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতীক সাভার জাতীয় স্মৃতিসৌধ শহীদ স্মৃতি বিজয় দিবস শ্রদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতি Victory day national holiday 16 December bijoy dibas pm Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pmhasina mp pm-hasina hasina hasina pm pm pm hasina pm sheikh hasina sheikh-hasina প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী
file pic

জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেক তারকা সরব থাকলেও নিশ্চুপ ছিলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। যদিও এক ভিডিও বার্তায় নিঃশর্ত ক্ষমাও চান তিনি। সমপ্রতি তার একটি চিঠি ভাইরাল হয়, যেখানে তিনি শেখ হাসিনাকে ‘আদর্শ মা’ সম্বোধন করে পূর্বাচলে একটি জায়গা চান।

যে কারণে আবারো সমালোচনার মুখে পড়েছেন তিনি। অনেকেই জয়কে ‘চাটুকার’ তকমা দিয়েছেন। এবার এ বিষয়ে মুখ খুলেছেন জয় নিজেই। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন জয়। সেখানে তিনি লিখেন, আলো আসবেই গ্রুপে পান নাই। ইউটিউবারদের ষড়যন্ত্রে পান নাই। তাই বলে আমাকে ছেড়ে দেবেন কেন? ২০১৪ সালের একটি চিঠি এই নিয়ে ১৪ বার ভাইরাল করলেন। সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি নিয়েছেন। সেই প্লটগুলো ১৩-এ ধারা।

এই সরকার ইতিমধ্যে সব প্লট বাতিল ঘোষণা করেছে। তারপরও ফেসবুকে এই চিঠি নিজস্ব লোকেরা পোস্ট করছেন, আমার নম্বর ভাইরাল করছেন এবং আমাকে সামাজিকভাবে হেনস্তা করছেন। চাটুকারিতার বিষয় উল্লেখ করে তিনি লিখেন, অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে।

এর জন্য অপমান আমার প্রাপ্য। কিন্তু দেখেন শাস্তিটা বেশি দিয়ে ফেলেন না। আল্লাহ তাহলে আপনাদেরও ক্ষমা করবেন না। আল্লাহ যে আছেন এবং যথাসময়ে পাপের শাস্তি হয়, তা আমরা তো সবাই বুঝে গেছি; তাই না? ঘৃণা না ছড়িয়ে শান্ত হন। সবাই মিলে ভালো থাকি। চলুন, সবাই যার যার ভুল সংশোধন করি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD