বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন




এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে: ইলিয়াস কাঞ্চন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ১০:০৩ am
Ilias Kanchan Bangladeshi actor activist elias ইলিয়াস কাঞ্চন vista ভিসতা
file pic

ছাত্র আন্দোলনের পক্ষে শুরু থেকেই ছিলেন বরেণ্য অভিনেতা ও নিরাপদ সড়ক আন্দোলনের অগ্রপথিক ইলিয়াস কাঞ্চন। তবে সমসাময়িক বিষয় নিয়ে বেশ দুশ্চিন্তায় আছেন এই অভিনেতা। তিনি মনে করেন, এই সরকারকে টিকিয়ে রাখতে হবে। নয়তো বিপদে পড়তে হবে অনেককে।

সম্প্রতি ফেসবুক লাইভে এসে তিনি বলেন, মনটা ভালো নেই। কারণ, আমরা অধৈর্র্য জাতি। এর আগে আমরা অনেক মূল্যবান অর্জন নষ্ট করেছি। এবারো একই ঘটনা দেখতে পাচ্ছি। এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে। আমরা নিজেরাই ষড়যন্ত্রকারীদের সুযোগ করে দিচ্ছি। যারা ষড়যন্ত্র করছে, তাদের কাজকে সহজ করে দিচ্ছি। যেন খুব তাড়াতাড়ি আমাদের সরিয়ে দিতে পারে।

ফলে তারা উঠেপড়ে লেগেছে, যেন আমাদের সব অর্জন দ্রুত নষ্ট হয়ে যায়। সরকারকে নিয়ে যেসব কথাবার্তা শুরু হয়েছে, সেটা ভয়াবহ। আমরা যারা অনেক রিস্ক নিয়ে, অনেক কিছু ত্যাগ করে এই আন্দোলনে শরিক হয়েছিলাম, এই সরকার যদি ব্যর্থ, এই আন্দোলন যদি ব্যর্থ হয়, তারা যদি আবার ফেরত আসে, তাহলে আমাদের অবস্থা কী হবে? আমাদের কী পরিণতি হবে, এটা কিন্তু আমরা কেউ ভেবে দেখছি না।

এগুলো সবাইকে মনে করিয়ে দেয়ার জন্য আমি এই কথাগুলো লাইভে এসে বলছি। তিনি আরও বলেন, সামনের সারিতে যারা নেতৃত্বে আছেন, তাদের যদি আমরা এভাবে হিংসা করি, এভাবেই যদি আপনারা উত্তেজিত হন, তাহলে তো সমস্যা। যারা

এমন করছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই আন্দোলন কারও একক অংশগ্রহণে সফল হয়নি। এতে ছাত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন। তাদের সবাইকেই সরকারের উপদেষ্টা করা হবে? অবস্থা দেখে মনে হচ্ছে, সবারই মনের মধ্যে আশা, কেন আমাকে এই সরকারের অংশ করা হলো না। সেটা করা কি সম্ভব?




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD