বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০২:০০ অপরাহ্ন




কানপুরের আকাশে সূর্যের উঁকি, চতুর্থ দিনের খেলা শুরু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১১:০৬ am
Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টেস্ট ক্রিকেট Test cricket bcb টেস্ট দল Cricket-Bangladesh afg bangladesh Cricket-Bangladesh
file pic

মেঘাচ্ছন্ন আকাশ এবং আলােক স্বল্পতায় কানপুর টেস্টের প্রথম দিনে পুরো সময় খেলা সম্ভব হয়নি। এরপর বৃষ্টি এবং ভেজা আউটফিল্ডের কারণে ভেস্তে যায় পরের দুই দিন। মাঠকর্মীদের অক্লান্ত পরিশ্রমের পরও মাঠে বল গড়ায়নি এই দুদিন। অবশেষ চতুর্থদিনের মাথায় কানপুরের আকাশে সূর্য উঁকি দিয়েছে।

প্রথম দিনে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান। ৪০ রান করা মুমিনুলের সঙ্গে উইকেটে থাকা অপরাজিত মুশফিকুর রহিম আজ চতুর্থ দিন ব্যাট করতে নামবেন। ভারতের হয়ে দুই উইকেট নিয়েছেন আকাশ দীপ, এছাড়া এক উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

আজ প্রথম দুই সেশনে ১৫ মিনিট করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ অফিসিয়ালরা। বাকি দুইদিন বৃষ্টি না আসার প্রার্থনাই করবেন দর্শকরা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD