বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন




চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুমতি ছাড়া সভা-সমাবেশ নিষিদ্ধ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ৮:৪৩ pm
University of Chittagong Chattogram CU Hathazari চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি হাটহাজারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি
file pic

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনের অনুমতি ছাড়া ক্যাম্পাসে ও সংলগ্ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ করতে নিষেধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্দেশনা উপেক্ষা করে অনুমতি ছাড়া সভা-সমাবেশ করলে প্রশাসন কর্তৃক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের আদেশক্রমে জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় সকল ধরনের সমাবেশ, মানববন্ধন, মিছিল-মিটিংসহ যে কোনো কর্মসূচি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত আয়োজন না করার জন্য নির্দেশ দেয়া যাচ্ছে। নির্দেশ অমান্য করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে প্রক্টর ড. তানভীর মোহাম্মদ হায়দার বলেন, যে কেউ চাইলে সভা-সমাবেশ করতে পারবে, তবে অনুমতি নিতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই আমাদের এই বিজ্ঞপ্তি। কেউ চাইলে তাদের সাংগঠনিক কার্যক্রম, সভা, পাঠচক্র ইত্যাদি করতে পারবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD