বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন




উপদেষ্টাদের সম্পদ বিবরণী জমা দেয়ার সময়সীমা বেঁধে দিলো সরকার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ ১১:৩৩ pm
Public Administration মন্ত্রিপরিষদ Bangladesh Government gov govt বাংলাদেশ সরকার ঢাকা Dhaka সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী সরকারি প্রশাসন সচিবালয় ‎মন্ত্রণালয় প্রশাসন
file pic

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি ও তাদের স্ত্রী বা স্বামীর প্রতিবছর আয়কর রিটার্ন জমা দেওয়ার ১৫ দিনের মধ্যে আয় ও সম্পদ বিবরণী প্রধান উপদেষ্টার কাছে জমা দিতে বলেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এ বিষয়ে মঙ্গলবার (১ অক্টোবর) ‘অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা, ২০২৪’ শীর্ষক গেজেট প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের আয় ও সম্পদ বিবরণী জমা দিতে হবে।

তাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে তাদের আয় ও সম্পদ বিবরণীও প্রধান উপদেষ্টার কাছে একইসঙ্গে জমা দিতে হবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, এসব আয় ও সম্পদ বিবরণী প্রধান উপদেষ্টা স্বীয় বিবেচনায় উপযুক্ত পদ্ধতিতে প্রকাশ করবেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD