বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:৫১ অপরাহ্ন




জাতিসংঘ মহাসচিবকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইসরাইল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ৬:২৩ pm
United Nations Nation UN ইউএন জাতিসংঘ পরিষদ secretary general United Nations UN António Manuel de Oliveira Guterres জাতিসংঘ মহাসচিব আন্তোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেস
file pic

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ‘পারসনা নন গ্রাটা’ আখ্যা দিয়ে তাকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল।

বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টজ বলেছেন, মঙ্গলবার ইরান যে মিসাইল হামলা চালিয়েছে দ্ব্যর্থহীনভাবে সেটির নিন্দা জানাতে ব্যর্থ হয়েছেন গুতেরেস।

তার অভিযোগ জাতিসংঘ মহাসচিব ‘ইসরাইল বিরোধী’ এবং ‘সন্ত্রাসী, ধর্ষক ও খুনিদের মদদদাতা। আগামী প্রজন্মের কাছে জাতিসংঘ মহাসচিব কলঙ্কিত হিসেবে আখ্যায়িত হবেন।’

মঙ্গলবার জাতিসংঘের প্রধান মধ্যপ্রাচ্যের সংঘাত বৃদ্ধির পর এ নিয়ে নিন্দা জানিয়েছেন। একই সাথে তিনি যুদ্ধ বিরতিরও আহ্বান জানিয়েছিলেন।

সূত্র: বিবিসি




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD