শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন




বিএফআইইউ’র সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের সম্পদের খোঁজে ১১ দেশে দুদকের চিঠি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ ৭:০৫ pm
Anti Corruption Commission acc দুর্নীতি দমন কমিশন দুদক Dudok
file pic

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের সম্পদের তথ্য চেয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরসহ ১১ দেশে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

একইসঙ্গে তিনি যাতে দেশত্যাগ করতে না পারেন সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপরিদর্শক বরাবর চিঠি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের কথা বলা হয়েছে। এসব অভিযোগ চার সদস্যের একটি দল অনুসন্ধান করছে। এ অবস্থায় একটি সূত্রে জানা গেছে, মাসুদ বিশ্বাস গোপনে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন।

মাসুদ বিশ্বাস যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানানো হয়েছে চিঠিতে।

এর আগে ২৫ সেপ্টেম্বর বিএফআইইউ’র সাবেক প্রধান মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। দুদকের গোয়েন্দা ইউনিটের অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়ার পর তার বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD