পবিত্র হজ ও ওমরাহ মৌসুমে কাজের জন্য প্রতি বছরই বিভিন্ন দেশ থেকে শত শত মানুষ অস্থায়ীভাবে সৌদি আরব যান। এ ধরনের শ্রমিকদের মূলত অস্থায়ী কর্ম ভিসা নামের এক ধরনের ভিসা পরিষেবার আওয়তায় নেয়া হয়। এবার সেই অস্থায়ী কর্ম ভিসা পরিষেবায় পরিবর্তন আনলো দেশটি।
আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার (১ অক্টোবর) সৌদির রাজধানী রিয়াদে এক বৈঠক শেষে এ তথ্য জানিয়েছে দেশটির মন্ত্রিসভা। বৈঠকে নেয়া সিদ্ধান্তগুলো ১৮০ দিন পর থেকে কার্যকর হবে।
বিবৃতিতে বলা হয়, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিসার মেয়াদবৃদ্ধি। আগামী বছর ২০২৫ সাল থেকে টেম্পোরারি ওয়ার্ক ভিসার মেয়াদ ১৪ ফেব্রুয়ারি থেকে ২৫ জুলাই অর্থাৎ, ৫ মাস ১১ দিন থাকবে। যা আগে ছিল তিন মাস।
টেম্পোরারি ওয়ার্ক ভিসায় সৌদিতে যাওয়া এবং বিভিন্ন সংস্থা, কোম্পানি ও প্রতিষ্ঠানে যারা চাকরি করবেন, সেসব নিয়োগ অবশ্যই লিখিতভাবে হতে হবে এবং কর্মীদের নিয়োগপত্রে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এবং কর্মী, উভয়পক্ষেরই স্বাক্ষর থাকা আবশ্যক। কর্মীদের সুরক্ষার স্বার্থেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া বাইরের দেশের আগ্রহী ব্যক্তিরা টেম্পোরারি ভিসার জন্য সৌদি দূতাবাসে আবেদন করবেন, তাদের চিকিৎসা বিমা করা আবশ্যক এবং উক্ত বিমার কাগজপত্রের অনুলিপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আইনের ক্ষেত্রে বলা হয়েছে, কোনো অস্থায়ী কর্মী কখনো আইনলঙ্ঘন করলে বা ভিসার অপব্যবহার করলে আইন অনুযায়ী সেই কর্মীর কাছ থেকে ক্ষতিপূরণ নিতে পারবে সৌদি সরকার।
টেম্পোরারি ভিসার ক্ষেত্রে নতুন সিদ্ধান্তের ব্যাপারে সৌদি আরবের বাণিজ্য বিশ্লেষকদের মতামত, গত কয়েক বছর ধরে সৌদির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন সরকার জ্বালানি খাতগুলোকে গুরুত্ব দেয়ায় দেশটির অর্থনীতি ব্যাপক প্রসার হচ্ছে। তবে শ্রম ঘাটতি কারণে অর্থনীতি গতি অর্জন করতে পারছে না। এখন নতুন টেম্পোরারি ওয়ার্ক ভিসা বাস্তবায়ন হলে আশা করা যায় সেই সংকট অনেকটাই দূর হবে।