শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন




১০ বছর পর বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ ৯:১৬ pm
খেলা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা tigress নারী Cricket-Female-Bangladesh
file pic

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নবাগত স্কটল্যান্ডকে পরাজিত করেছে বাংলাদেশ। এ জয়টি এসেছে ১০ বছর পর। ম্যাচের হিসেবে ১৬টি আর বিশ্বকাপের ৪ আসর পর মিলেছে এই জয়। বৃহস্পতিবার (৩ অক্টোবর) শারজাহ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জয় পায় ১৬ রানে।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে। জবাবে টাইগ্রেস বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় স্কটল্যান্ড। এতে করে ১৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে জ্যোতিবাহিনী।

২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ জয় পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। সে বার সিলেটে নবম স্থান নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে ১৭ রানে হারিয়েছিল বাংলাদেশ। সে আসরে বাংলাদেশ দুটি ম্যাচে জয় পায়। সে হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটি বাংলাদেশের তৃতীয় জয়। আগের দুটি জয় শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে।

এ ম্যাচ দিয়ে প্রথম বাংলাদেশি নারী হিসেবে ১০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার মাইলফল স্পর্শ করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। পুরুষ ও নারী বিভাগ মিলিয়ে নাহিদা আক্তার তৃতীয় বাংলাদেশি হিসেবে নিয়েছেন শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেট।

বাংলাদেশের দেয়া রান তাড়া করতে নামা স্কটল্যান্ডের প্রথম উইকেটের পতন ঘটান ফাহিমা খাতুন। এগিয়ে এসে খেলতে চাওয়া সাস্কিয়া হরলের স্টাম্প ভেঙে দেন জ্যোতি। অধিনায়ক ক্যাথরিন ব্রাইস মারুফা আক্তারের ওভারে বোল্ড হন ব্যক্তিগত ১১ রানে। অ্যালসা লিস্টার করেন ৫ রান। তার তুলে নেন রিতু মনি। আরেকপ্রান্তে বাংলাদেশের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন ওপেনার সারাহ ব্রাইস। অন্যপ্রান্ত দিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্কটিশরা। শেষ দিকে ক্যাথেরিন ফ্রেজারের উইকেট তুলে নিয়ে ক্যারিয়ারে ১০০তম টি-টোয়েন্টি উইকেট পূর্ণ করেন নাহিদা।

এর আগে জ্যোতির শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার দিনে স্কটিশদের বোলিংয়ে সামনে শুরু থেকেই দলের রানা চাকা ছিল ধীরগতির। মুর্শিদা খাতুন ১৪ বলে ১২ রানের ইনিংস খেলে বিদায় নিলে সাথী রানি ও সোবহানা মুস্তারিও খেলতে থাকেন চিরাচরিত ধীরস্তির ভঙ্গিতে। এ জুটি গড়েন ৪২ রান। এরপর বিদায় নেন সাথী, তখন দলীয় রান ১১.৫ ওভারে ৬৮।

সাথী ৩টি চারের সাহায্যে ৩২ বলে ২৯ রান করেন। একটু কিছুক্ষণ পর গোল্ডেন ডাক মারেন তাজ নেহার। এ ম্যাচ দিয়েই জাতীয় দলে অভিষেক হয়েছে তার। গা গরমের দুই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৭ ও শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ রান করেছিলেন তিনি।

ধীরলয়ে খেললেও সোবহানা মুস্তারি দলকে বড় রানের আশা দেখাচ্ছিলেন। দলীয় ১৬ ওভারে অলিভিয়া বেলের বলে ডাউন দ্য উইকেট খেলতে গিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হন তিনি। সারাহ ব্রাইস স্টাম্প ভেঙে ফেলার আগে ৩৮ বলে ৩৬ রান করেন মুস্তারি।

হার্ডহিটার স্বর্ণা আক্তার স্কটিশদের সঙ্গে বিপক্ষে জ্বলে উঠতে পারেননি, ৭ বলে কোনো বাউন্ডারি ছাড়াই তিনি ৫ রান করে আউট হন। সাস্কিয়া হরলের ওভারে রিতু মনিও স্টাম্প হারান উইকেটরক্ষকের কাছে। তিনিও করেন ৫ রান। দলপতি জ্যোতি করেন ১৮ রান। ফাহিমার ব্যাট থেকে আসে ৯ রান। স্কটল্যান্ডের হয়ে সাসকিয়া হর্লে ১৩ রানে ৩ উইকেট তুলে নেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD