শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন




আবেদনের শেষ সময় ১৫ অক্টোবর

আবেদনের শেষ সময় ১৫ অক্টোবর: নৌবাহিনীতে ৪৬০ পদে নিয়োগ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ ১০:৪১ am
Bangladesh Navy Armed forces force naval maritime territorial defence harbours military ship নাবিক সশস্ত্র বাহিনী নৌযুদ্ধ সমুদ্রসীমা সামরিক নিরাপত্তা সমুদ্র শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় সাগর বাংলাদেশ নৌবাহিনী
file pic

বাংলাদেশ নৌবাহিনী ২০২৫-এর ব্যাচে নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে প্রতিষ্ঠানটিতে ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল), মেডিকেল, কুক, স্টুয়ার্ড, এমওডিসি (নৌ), রাইটারসহ ১০টি শাখায় লোকবল নিয়োগ করা হবে।

পদের নাম: ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)।
পদসংখ্যা: ৩২৯টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/মাদ্রাসা (বিজ্ঞান)/ ভোকেশনাল, জিপিএ ৩.৫০ ও তদূর্ধ্ব। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ন্যূনতম ‘এ’ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

পদের নাম: মেডিকেল।
পদসংখ্যা: ১৩টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/ সমমান, জিপিএ ৩.৫০ ও তদূর্ধ্ব।

পদের নাম: পেট্রোলম্যান।
পদসংখ্যা: ৮টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।

পদের নাম: রাইটার।
পদসংখ্যা: ২০টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।

পদের নাম: স্টোর।
পদসংখ্যা: ২২টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।

পদের নাম: মিউজ।
পদসংখ্যা: ১০টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।

পদের নাম: এমওডিসি (নৌ)।
পদসংখ্যা: ৮টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ৩.০০ ও তদূর্ধ্ব।

পদের নাম: কুক।
পদসংখ্যা: ২৮টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ২.৫০ ও তদূর্ধ্ব।

পদের নাম: স্টুয়ার্ড।
পদসংখ্যা: ৯টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), জিপিএ ২.৫০ ও তদূর্ধ্ব।

পদের নাম: টোপাস।
পদসংখ্যা: ১৩টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৮ম শ্রেণি পাস।

শারীরিক যোগ্যতা
সিম্যানের ক্ষেত্রে উচ্চতা ৫–৬ ইঞ্চি, বুকের মাপ ৩০–৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন–বয়স ও উচ্চতা অনুযায়ী (বিএমআই)।
পেট্রোলম্যানের ক্ষেত্রে উচ্চতা ৫–৮ ইঞ্চি, বুকের মাপ ৩০–৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন–বয়স ও উচ্চতা অনুযায়ী (বিএমআই)।
অন্যান্য শাখার ক্ষেত্রে (কমিউনিকেশন ও টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস উচ্চতা ৫–৪ ইঞ্চি, বুকের মাপ ৩০–৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন–বয়স ও উচ্চতা অনুযায়ী (বিএমআই)। এমওডিসি (নৌ)–উচ্চতা ৫–৬ ইঞ্চি, বুকের মাপ ৩০–৩২ ইঞ্চি, চোখের মাপ ৬/৬, ওজন–বয়স ও উচ্চতা অনুযায়ী (বিএমআই)।

বয়স ও অন্যান্য যোগ্যতা
বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে। সাঁতার জানা অত্যাবশ্যক। অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)। বয়স: ১ জানুয়ারি ২০২৫ তারিখে নাবিক ও মহিলা নাবিক: ১৭–২০ বছর। এমওডিসি (নৌ) : ১৭–২২ বছর। বয়সের এফিডেভিড গ্রহণযোগ্য নয়।

আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা এ প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটের লিংকে গিয়ে আরও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর, ২০২৪।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD