শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন




জুলাই-সেপ্টেম্বরে রপ্তানি বেড়েছে ৫ শতাংশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ৭:০০ pm
এলসি container exports বন্দর আমদানি বাণিজ্য import trade trade Export Promotion Bureau EPB Export Market বাণিজ্য রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি export
file pic

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরে প্রথম প্রান্তিকে বাংলাদেশের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বেড়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ পেয়েছে।

ইপিবি তথ্য অনুসারে, এই বছরের সেপ্টেম্বরে রপ্তানিকারকরা ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার আয় করেছে। যা এর আগের বছরের একই মাসের তুলনায় বছরে ৬ দশমিক ৭৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

এদিকে চলতি অর্থবছরের শুরুতে বাংলাদেশ ব্যাংক প্রায় ১৪ বিলিয়ন ডলার রপ্তানি তথ্যের গরমিল সংশোধন করেছে। এই সংশোধনী দরকার ছিল, কারণ তা ছিল অর্থনৈতিক অর্ধসত্য।

পরিসংখ্যানগত সংশোধনী থেকে বোঝা যায়, বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় অবশেষে রপ্তানিকারকদের দাবি স্বীকার করে নিয়েছে।

স্থানীয় রপ্তানিকারকরা বছরের পর বছর ধরে দাবি করে আসছিলেন, বিদেশে উল্লেখযোগ্য কোনো রপ্তানি আয় রাখা হয় না। অর্থাৎ বাণিজ্য ঘাটতি প্রাথমিকভাবে যা ধারণা করা হয়েছিল তার চেয়ে বেশি। এটি ইঙ্গিত দেয়, ২০২৭ সালের মধ্যে ১১০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয়।

রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ ব্যাংকের রপ্তানি পরিসংখ্যানের মধ্যে ব্যবধান অন্তত ১২ বছর ধরে চলে আসছে। ২০২২-২৩ অর্থবছরে এই ব্যবধান ১২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD