চট্টগ্রামে শারদীয় দুর্গোৎসবের মঞ্চে ইসলামী সংগীত পরিবেশনের ঘটনায় থানায় মামলা হয়েছে। এই মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তার ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
মামলা ও গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাতে শুক্রবার সংবাদ সম্মেলন ডেকেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
মামলা ও গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, জেএমসেন হলে পূজামণ্ডপে সংঘঠিত ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত আজ বেলা সাড়ে ১১টায় নগরীর দামপাড়া পুলিশ লাইনসে নগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
এর আগে এ ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যেই জড়িতদের গ্রেপ্তারের ঘোষণা দিয়েছিলেন জেলা প্রশাসক ফরিদা খানম।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর জেএমসেন হলের পূজামণ্ডপের মঞ্চে ইসলামী সঙ্গীত পরিবেশন করে চট্টগ্রাম কালচারাল একাডেমির শিল্পীরা। এ ঘটনায় দেশজুড়ে বিতর্ক তৈরি হয়। পূজা উদযাপন পরিষদ বলছে, দেশাত্মবোধক গান পরিবেশনের কথা বলে তারা মঞ্চে উঠেছিলেন। সেখানে তারা দুইটি সঙ্গীত পরিবেশন করেন। তার একটি ইসলামী সঙ্গীত।