আন্দোলনে গুলি: শামীম ওসমানকে প্রধান করে ৪১ জনের বিরুদ্ধে মামলা
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিরাপদ প্রজনন রক্ষায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১০ জেলেকে গ্রেফতার করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স। এর মধ্যে ৬ জেলেকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৪ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত জেলা ও উপজেলা টাস্কফোর্স অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আটক ৬ জেলেকে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.আর.এম. জাহিদা হাসান।
তিনি আরও বলেন, অভিযানের সময় জেলেদের হেফাজতে থাকা ২২ হাজার মিটার কারেন্টজাল ও ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন-মো. নাছির (৩৫), সাইফুল ইসলাম (২৩), সিহাব (২০), কবির হোসেন (৩৮), সাইফুল (২৮) ও রাসেল বেপারী (১৯)।
নিয়মিত মামলার আসামিরা হলেন-মো. লিটন (৩০), মনির হোসেন (২৩), মানিক (২৮) ও মো. জামাল (৪০)। এসব জেলেদের বাড়ি চাঁদপুর সদর ও মতলব উত্তর উপজেলার বিভিন্ন গ্রামে।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ.এম. ইকবাল বলেন, বৃহস্পতিবার বিকাল থেকে রাত ৭টা পর্যন্ত চাঁদপুর মেঘনা মোহনা থেকে মতলব উত্তর উপজেলার এখলাছপুর পর্যন্ত জেলা ও উপজেলা টাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪ জেলেকে ইলিশ শিকারের সময় হাতে নাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হয়েছে।