মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ অপরাহ্ন




নাটকীয় হারে সেমির অপেক্ষা বাড়ল মেসির মায়ামির

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪ ১০:০১ am
Cristiano Ronaldo dos Santos Aveiro Portuguese footballer Portugal national team পর্তুগিজ পর্তুগাল ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ronaldo Argentina Argentine Footballer Lionel Andrés Messi আর্জেন্টিনা তারকা লিওনেল মেসি আর্জেন্টিনা মেসি রোনাল্ডো মেসি-রোনাল্ডো মেসি-রোনাল্ডো মেসি
file pic

এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল ইন্টার মায়ামির। সে পথে প্রাথমিক কাজটা ঠিকঠাকই করেছিল মেসিরা। তবে বিপদ বাড়ে দ্বিতীয়ার্ধে। সমতায় ফেরার পর নাটকীয়ভাবে অতিরিক্ত যোগ করা সময়ে গোল করে মায়ামিকে ২-১ গোলে হারিয়ে দেয় আটলান্টা।

ইন্টার মায়ামির এক হারে তিন ম্যাচের প্লে অফ সিরিজে এখন ১-১ সমতা। অর্থাৎ শেষ ম্যাচটি এখন পরিণত হয়েছে সেমিফাইনালের টিকিট কাটার ম্যাচে। আগামী ১০ নভেম্বরের সেই ম্যাচে যারাই জিতবে সেমিফাইনালে টিকিট কাটবে তারাই।

আটলান্টার মাঠ মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে মেসিদের খেলা উপভোগ করতে উপস্থিত ছিল প্রায় ৬৯ হাজার দর্শক। গোলের বেশ সুযোগ তৈরি করেছিল মায়ামি। ম্যাচের ৩ মিনিটে গোলের সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত মায়ামির এগিয়ে যেতে অপেক্ষা করতে হয়েছে ৪০ মিনিট পর্যন্ত। গোলরক্ষকের হাস্যকর ভুলে গোল খেয়ে বসে আটলান্টা। গোল কিক নিতে গিয়ে তিনি বল তুলে দেন মায়ামির ফেদেরিকো রেডোন্ডোর পায়ে। আলতো পাসে রেডোন্ডো বল বাড়ান মার্তিনেজকে। বক্সের বাইরে থেকে শট নিয়ে গোল করে মায়ামিকে এগিয়ে দেন এই সেন্টারব্যাক। এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে মায়ামি।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে সমতা টানতে খুব বেশি সময় নেয়নি আটলান্টা। ৫৮ মিনিটে গোল করে সমতায় ফেরে আটলান্টা। ফ্রি-কিক থেকে বল পেয়ে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন উইলিয়ামস। এরপর এগিয়ে যাওয়ার চেষ্টা করে দুদলই ব্যর্থ হয়েছে। আর কোনো গোল হয়নি নির্ধারিত সময়ে।

তবে পাশার দান পাল্টে যায় যোগ করা সময়ে। দারুণভাবে গড়া দলীয় এক আক্রমণ থেকে বক্সের বাইরে বল পান সিলভা। অসাধারণ এক শটে গোল করে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। তাতে সেমিফাইনালের আশা বেশ ভালোভাবেই বেঁচে আছে আটলান্টার।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD