মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন




এবারের হামলা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও আক্রমণাত্মক হবে: ইরান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪ ১০:০৪ am
missaile Missile iran হাইপারসনিক ক্ষেপণাস্ত্র
file pic

ইরান ইসরাইলের ওপর প্রতিশোধমূলক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। এটা শোনা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরে। এমনকি গুঞ্জন রয়েছে ৫ নভেম্বর মার্কিন নির্বাচনের আগেই এই হামলা হতে পারে।

এবার জানা গেছে, আসন্ন সম্ভাব্য হামলায় নতুনত্ব আনছে তেহরান। আগের দুটি হামলায় ব্যবহৃত না হওয়া আরও শক্তিশালী ওয়ারহেড এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করবে। ইরানি ও আরব কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে পরিকল্পনার বিষয়ে এমন তথ্য জানিয়েছে।

সোমবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

একজন মিশরীয় কর্মকর্তা দ্য জার্নালকে বলেছেন, তেহরান কায়রোকে ব্যক্তিগতভাবে সতর্ক করে জানিয়েছে, ১ অক্টোবরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার থেকে এবারের আক্রমণ শক্তিশালী এবং জটিল হবে।

একজন ইরানি কর্মকর্তা বলেছেন, যেহেতু তাদের সামরিক বাহিনী চারজন সৈন্য এবং একজন বেসামরিক লোকের মৃত্যু হয়েছে, তাই প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনী এই অভিযান পরিচালনা করবে, গত ১৩-১৪ এপ্রিল এবং ১ অক্টোবরের ক্ষেপণাস্ত্র হামলায় জড়িত ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস দ্বারা এটি পরিচালিত হবে।

ইরানি কর্মকর্তা বলেছেন, এবারের আক্রমণটি ইসরাইলের সামরিক স্থাপনাকে লক্ষ্য করবে। গতবারের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মকভাবে এবং এছাড়া ইরাকি অঞ্চলটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য ব্যবহার করা হতে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD