মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন




ট্রাম্পের সঙ্গে ফােনালাপ ট্রুডো-ম্যাক্রোঁর, সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪ ১০:৪০ am
file pic

বুধবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের মসনদে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। বলা যায়, ‘মুক্ত বিশ্বের নেতা’ হিসেবে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের অভিনন্দনে ভাসছেন ট্রাম্প। এরইমধ্যে মিত্র রাষ্ট্রগুলোর সরকারপ্রধানরা ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বুধবার সন্ধ্যায় ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোন কলে কথা বলেছেন, যেখানে তিনি তার বিজয়ের জন্য নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন।

কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ট্রুডো এবং ট্রাম্প কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব, বাণিজ্য এবং উত্তর আমেরিকার নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন।

কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো বাণিজ্য চুক্তি, যা ট্রাম্প এবং ট্রুডো ‘প্রেসিডেন্টের প্রথম মেয়াদে সফলভাবে কাজ করেছিলেন’। এতে বলা হয়েছে, তারা ‘নিরাপদ এবং নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খলে তাদের অভিন্ন স্বার্থ এবং বিশ্ব অর্থনীতিতে অন্যায্য বাণিজ্য অনুশীলনকে মোকাবেলা করার বিষয়ে কথা বলেছেন’।

এ দিকে ওয়াশিংটনে ফরাসি দূতাবাসের একজন মুখপাত্র জানিয়েছেন, বুধবার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে ফোনে কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

দুই শীর্ষনেতার ২৫ মিনিটের কথোপকথনে ‘উষ্ণ এবং ‘প্রাক-বিদ্যমান সম্পর্ক গড়ে তোলা’ এবং ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে কথা বলেছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD