মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৪ অপরাহ্ন




লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৪০

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪ ১০:২৫ am
গাজা হামলা Flag Israel ইসরায়েল জেরুজালেম israyel israil netaniyahu নেতানিয়াহু ইসরাইল Map of Palestine Jerusalem israel palestine gaja gaza Flag hamas ফিলিস্তিন পতাকা হামাস গাজা গাযা Al-Aqsa masjid আল আকসা মসজিদ মুকাদ্দাসAl-Aqsa masjid আল-আকসায় ক্ষেপণাস্ত্র গাজা
file pic

লেবাননে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় বালবেক ও বেকা এলাকায় ইসরাইলি হামলায় এই নিহতের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার পূর্ব লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

লেবাননের সংস্কৃতিমন্ত্রী বলেছেন, ইসরাইলি হামলায় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বালবেক শহরের রোমান ধ্বংসাবশেষের আশপাশে অটোমান যুগের একটি ভবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেছেন, বালবেক এলাকায় তারা যে হামলা চালিয়েছে তাতে হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়েছে।

বালবেক-হারমেল প্রদেশের গভর্নর বাচির খোদর তার এক্স অ্যাকাউন্টে বলেছেন, ইসরাইলি যুদ্ধবিমান বুধবার বালবেকে ২০টি বিমান হামলা চালিয়েছে।

রাষ্ট্রীয় বার্তাসংস্থা এনএনএ জানিয়েছে, হামলায় ধ্বংস হওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে বেঁচে যাওয়া ব্যক্তিদের সন্ধানের চেষ্টা এখনো চলছে।

এর আগে লেবাননের সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, বৈরুতের দক্ষিণে একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ইসরাইলি বিমান হামলায় নিহত ৩০ জনের লাশ জরুরি কর্মীরা উদ্ধার করেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় হওয়া এই আক্রমণে চারতলা বিল্ডিংয়ের একপাশ ধ্বংস হয়ে যায়।

ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অন্তর্গত সন্ত্রাসী অবকাঠামোতে হামলা করেছে।

মূলত গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। দেশটির সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গত বছরের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে ৩ হাজার ৫০ জন নিহত এবং প্রায় ১৪ হাজার মানুষ আহত হয়েছেন।

গাজা উপত্যকায় ইসরাইলের নৃশংস আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইসরাইল এবং লেবানিজ গোষ্ঠীর মধ্যে বছরব্যাপী আন্তঃসীমান্ত যুদ্ধের কারণে হিজবুল্লাহর লক্ষ্যবস্তু বলে দাবি করার বিরুদ্ধে ইসরায়েল সেপ্টেম্বরের শেষ থেকে লেবাননে ব্যাপক বিমান অভিযান শুরু করে।

জবাবে হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। গত সপ্তাহে লেবাননে অভিযানরত ইসরাইলি বাহিনীর ৭০ সেনাকে হত্যার দাবি করেছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি। এছাড়া লেবানন থেকে হিজবুল্লাহ যোদ্ধাদের ছোড়া রকেটের আঘাতে উত্তর ইসরাইলের কিবুটজের কাছে এক ইসরাইলি নিহত হয়েছেন বলে প্যারামেডিকরা জানিয়েছেন।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD