মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:২৬ অপরাহ্ন




ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে যে বার্তা দিলেন পুতিন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪ ১০:৩০ am
Vladimir Putin president ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন রাশিয়া প্রেসিডেন্ট putin পুতিন
file pic

দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাশিয়ার সোচি শহরে এক অনুষ্ঠানে ট্রাম্পের জয়ের পর তাকে নিয়ে প্রকাশ্যে কথা বললেন পুতিন। খবর রয়টার্সের।

এর আগে গত জুলাইয়ে নির্বাচনি সমাবেশে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ট্রাম্পের ওপর হামলা হলে তিনি আহত হন। ওই ঘটনায় ট্রাম্পের প্রশংসা করে তাকে ‘সত্যিকারের পুরুষ’ বলে অভিহিত করেছিলেন পুতিন।

বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, রাশিয়া সতর্কতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের তথ্য পর্যবেক্ষণ করছে। ‘সুনির্দিষ্ট বক্তব্য ও উদ্যোগ’ না দেখা পর্যন্ত আনুষ্ঠানিক মূল্যায়ন করার কোনো সম্ভাবনা নেই। তবে একদিন পরই ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন।

এদিন রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘আমার মতে, তিনি অত্যন্ত সঠিক উপায়ে, সাহসের সঙ্গে একজন সত্যিকারের পুরুষের মতো আচরণ করেছিলেন। এই সুযোগে আমি তাকে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানাই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ইউক্রেন নিয়ে ট্রাম্পের মন্তব্য ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার নিয়ে দেয়া তার বক্তব্য গুরুত্ব দেয়ার মত।’

প্রসঙ্গত, নির্বাচনি প্রচারণায় সময় ট্রাম্প বলেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে শান্তি ফেরাবেন। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধ তিনি কীভাবে বন্ধ করবেন, সে বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি। এ বিষয়ে ৭২ বছর বয়সী পুতিন একটি সতর্কবার্তা দিয়ে বলেছেন, ‘আমি জানিনা এখন কি হচ্ছে। এ বিষয়ে আমার কোনো ধারণা নেই।’

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকেরা পুতিনের কাছে জানতে চান, ট্রাম্প তার সঙ্গে বৈঠক করতে চাইলে কি হবে? জবাবে তিনি বলেন, ট্রাম্প প্রশাসন তার সঙ্গে যোগাযোগ করলে তিনি সাড়া দেবেন। প্রয়োজনে ট্রাম্পের সঙ্গে আলোচনায়ও বসতে রাজি আছেন।
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD