মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৯ অপরাহ্ন




ট্রাম্পের ওপর আশাবাদী তালেবান, কেন?

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪ ১০:৪১ am
Zabiullah Mujahid Taliban Spokesmen তালেবান মুখপাত্র জাহিবুল্লাহ মুজাহিদ
file pic

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় ওয়াশিংটন-কাবুল ‘সম্পর্কের নতুন অধ্যায়’ শুরু হতে পারে বলে আশাবাদী আফগানিস্তানের শাসক তালেবান। তালেবান সরকারের মুখপাত্র আবদুল কাহার বলখি এ কথা জানিয়েছেন।

২০২১ সালে মার্কিন প্রেসিডেন্টের আসনে বসেই ডেমোক্র্যাট নেতা জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন। আর সেই প্রত্যাহারপর্ব শেষ হওয়ার আগে কাবুলসহ গোটা দেশের দখল নিয়েছিল তালেবান। একদা যুক্তরাষ্ট্র গুয়ান্তানামো বে কারাগারে বন্দি কয়েকজন তালেবান নেতা নতুন সরকারের নানা পদে বসেছিলেন। কিন্তু হোয়াইট হাউসে রিপাবলিকান ট্রাম্পের প্রত্যাবর্তন তালেবানকে নতুন সংকটে ফেলতে পারে বলে মনে করছেন কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকদের অনেকে।

ঘটনাচক্রে, আমেরিকার প্রেসিডেন্ট পদে রিপাবলিকান জর্জ ডব্লিউ বুশ থাকাকালীন যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলা হয়েছিল। তার প্রতিক্রিয়ায় আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের খোঁজে আফগানিস্তানে হামলা শুরু করেছিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নেটো বাহিনী। পতন হয়েছিল তৎকালীন তালেবান সরকারের। এই আবহে ২০২০ সালে যুক্তরাষ্ট্র-তালেবান দোহা চুক্তির দিকে ইঙ্গিত করে কাহার বলেন, ‘ট্রাম্পের প্রথম মেয়াদেই কিন্তু ওই চুক্তি হয়েছিল। যার পরিণতিতে আফগানিস্তানের মাটি থেকে সেনা সরিয়েছিল যুক্তরাষ্ট্র। আমরা আশাবাদী, দ্বিপাক্ষিক সুসম্পর্কের স্বার্থে ওয়াশিংটন বাস্তববাদী পথেই এগোবে।’ -আনন্দবাজার
(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD