ডিজিটাল বাংলাদেশের নামে দেড় দশকে হাজার হাজার কোটি টাকা অপচয় করেছে বিগত আওয়ামী লীগ সরকার। ফলে, কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি তথ্য-প্রযুক্তি খাতে। এর পেছনে বড় কারণ হিসেবে রাজনৈতিক প্রকল্প আর বাস্তবায়নে অনিয়ম দুর্নীতিকে দুষছেন ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারের বক্তারা।
তারা বলেন, গালগল্প শুনিয়ে সম্ভাবনার নামে নির্মাণ করা হয়েছে ইচ্ছেমতো অবকাঠামো। প্রশিক্ষণের নামে ব্যয় করা হয়েছে কয়েক’শ কোটি টাকা। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আশরাফ আহেমদ বলেন, আপনি চাচ্ছেন সফটওয়্যার আইটি পার্ট তৈরি করতে, কিন্তু অবকাঠামো নির্মাণ করলেন শহর থেকে অনেকদূরে। তাহলে তো হচ্ছে না।
আলোচনায় উঠে আসে প্রকল্পে বাড়তি খরচ, রাজনৈতিক বিবেচনায় ঠিকাদার বাছাই, আর কেনাকাটায় অনিয়মের বিস্তর অভিযোগও। বক্তারা বলেন, ঢেলে সাজানো হচ্ছে কার্যক্রম। বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির বলেন, বিনিয়োগকারীরা যে অবস্থায় বিনিয়োগ করবে, সেখানে যদি তাদের ইনসেনটিভ দেয়া যায় তাহলে বেশি বেশি বিনিয়োগ আসবে।
প্রযুক্তিখাতের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও উঠে আসে সেমিনারে।