মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪০ অপরাহ্ন




নতুন কর্মসূচির ঘোষণা দিলেন তারেক রহমান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪ ৮:৩৯ pm
Tarique Rahman তারেক রহমান Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
file pic

আগামী ৩ মাস পর্যন্ত দেশের প্রতিটি ইউনিয়নে কৃষক দলের নেতৃত্বে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। শনিবার (৯ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আয়োজিত জাতীয়তাবাদী কৃষক দলের প্রশিক্ষণ কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি জানান, আগামীকাল রোববার (১০ নভেম্বর) থেকে তিন মাস পর্যন্ত দেশের প্রতিটি ইউনিয়নে কৃষক দলের নেতৃত্বে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। যেখানে কৃষি সংক্রান্ত সমস্যাগুলো জানার চেষ্টা করা হবে। পরবর্তীতে জনগণের সমর্থনে সরকার গঠনের পর কৃষকদের সেসব সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কৃষকদের বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে আমাদের উৎপাদন বাড়াতে হবে। আমরা প্রতিটি জিনিসের দাম কমাতে চাই। কৃষকের পানির সুবিধা, সংরক্ষণ ও মাটির নিচে পানির ব্যবহার কমাতে বিএনপি ক্ষমতায় গেলে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি আবারও শুরু করবে। এছাড়াও কৃষি খাতে দৃষ্টি দেয়ার পাশাপাশি কৃষিপণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের উদ্যোগ নেয়া হবে।

তিনি বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার শাসনামল প্রতিবারই আমরা কৃষকদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেছি। কৃষিক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধানের চেষ্টা করেছি। খালেদা জিয়ার সময়ে ৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ছিল। জনগণের সমর্থনে সরকার গঠনের পর কৃষকদের সমস্যা সমাধানে কাজ করবে বিএনপি। কৃষকবান্ধব সরকার গঠন করা হবে।

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে তিনি বলেন, টেলিফোন আলাপেও ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। ষড়যন্ত্র যে থেমে নেই এটি প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদের সতর্ক করতে হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD