মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন




অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হচ্ছেন আরও ৫ জন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ ৫:০৫ pm
Bangladesh Government gov govt বাংলাদেশ সরকার ঢাকা Dhaka সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী সরকারি প্রশাসন সচিবালয় ‎মন্ত্রণালয় প্রশাসন
file pic

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রসারিত হচ্ছে। নতুন করে আরও কয়েকজন উপদেষ্টা শপথ নেবেন। রোববার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে সরকারের উচ্চপর্যায়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, নতুন উপদেষ্টাদের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে। এ ধরনের ক্ষেত্রে সব সময় অতিরিক্ত গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়।

তাঁদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তাঁরা হলেন, অধ্যাপক মো. সায়েদুর রহমান, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

কাউসার হোসেন বলেন, ‘আমাদের পাঁচটি গাড়ি প্রস্তুত রয়েছে। তবে কতজন উপদেষ্টা শপথ নেবেন, তা আমাদের জানা নেই। সাধারণত এক বা দুইটি অতিরিক্ত গাড়ি রাখা হয় যেন কোনো গাড়িতে সমস্যা হলে বিকল্প হিসেবে তা ব্যবহার করা যায়’।

অধ্যাপক মো. সায়েদুর রহমান গত ২৭ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পান। এবার সেখান থেকে তাঁকে উপদেষ্টা পরিষদে নেওয়া হচ্ছে। মো. সায়েদুর রহমান বিএসএমএমইউর ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক।

সেখ বশির উদ্দিন দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ–বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সেখ আকিজ উদ্দিনের সন্তান।

মোস্তফা সরয়ার ফারুকী খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা। কয়েক দশক ধরে তিনি চলচ্চিত্র, নাটক নির্মাণ করে পরিচিত মুখ হয়ে উঠেছেন।

এছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক খোদা বক্স চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে অন্তর্বর্তী সরকারে যোগ দিচ্ছেন বলে একটি সূত্রের বরাতে জানিয়েছে শীর্ষ একটি গণমাধ্যম।

এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে মোট ২০ জন উপদেষ্টা রয়েছেন। অধিকাংশ উপদেষ্টাই একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের পর হাসিনা সরকারের পতন হলে, ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন।

বর্তমানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের ২০ জন উপদেষ্টা রয়েছেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারের সদস্যসংখ্যা এখন পর্যন্ত ২১ জন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD