মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন




উন্নয়নশীল দেশে উন্নীত হলে দেশের রপ্তানি বাজার সংকোচনের সম্ভাবনা: বাণিজ্য উপদেষ্টা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ ৫:০৬ pm
governor Salahuddin Ahmed DR. SALEHUDDIN গভর্নর সালেহউদ্দিন আহমেদ অর্থনীতিবিদ
file pic

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবার পর বাংলাদেশের নতুন চ্যালেঞ্জ হবে শুল্কমুক্ত কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা হারানো। এর ফলে, বাংলাদেশের রপ্তানি পণ্যকে ঐ সব দেশের বাজারে প্রবেশের সময় সাধারণভাবে আরোপিত শুল্কের সম্মুখীন হতে হবে। ফলে, ঐ সকল দেশে বাংলাদেশের রপ্তানি বাজার সংকোচনের সম্ভাবনা রয়েছে।

রোববার (১০ নভেম্বর) বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে মুক্তবাণিজ্য চুক্তি সইয়ের লক্ষ্যে আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, আসিয়ানে যুক্ত হবার চেষ্টা করছে বাংলাদেশ। উদ্যোগ নেয়া হচ্ছে আরও নতুন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করার। যেখানে দেশের বাণিজ্য বাড়ানোর স্বার্থকেই প্রাধান্য দেয়া হচ্ছে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, কারো চাপে নয়, দেশের স্বার্থেই নতুন চুক্তি করবে বাংলাদেশ। সিঙ্গাপুর বিশ্বের বত্রিশতম বৃহৎ অর্থনীতির দেশ এবং এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার।

বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদসহ মাননীয় প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ দূত জনাব লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান জনাব চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাং সেলিম উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো’, সফররত সিঙ্গাপুরের প্রতিনিধিদল ও বাণিজ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD