মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫২ অপরাহ্ন




নতুন তিন উপদেষ্টা কোন কোন দপ্তর পেলেন?

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ ৯:৫৭ pm
মন্ত্রণালয় অফিস secretariat bd Bangladesh Secretariat সচিবালয় secretariat-logo
file pic

অন্তর্বর্তী সরকার গঠনের তিন মাসের মাথায় মুহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদের আকার আরেক দফা বাড়লো। নতুন সদস্য হিসেবে যোগ দিলেন তিনজন। তাদের দপ্তর বণ্টন করা হয়েছে। রোববার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেয়ার পর রাত সাড়ে ৯টার দিকে তাদের দপ্তর বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে।

চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। মাহফুজ আলমকে এখনও কোনো দপ্তর দেয়া হয়নি।

নতুন করে তিনজন শপথ নেয়ায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা হলো ২৪ জন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ই আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD