মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন




ম্যাচ জিতলেও নিজের পারফরম্যান্সে খুশি নন শান্ত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ ১০:৪১ am
file pic

শারজায় দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে ৬৮ রানে হারিয়ে সিরিজে সমতা টেনেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। এমন ম্যাচে ১১৯ বলে ৭৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা বাংলাদেশে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপরও ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, খুশি নন তিনি।

অমন উইকেটে সেট হওয়ার পরও ইনিংসটা আরও লম্বা করা উচিত ছিল বলে মনে করেন শান্ত। যে কারণে নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্টির প্রশ্ন উঠতে শান্তর উত্তর, ‘সত্যি কথা বলতে, আমি খুব একটা খুশি নই। আমার আরও লম্বা সময় ব্যাটিং করা উচিত ছিল। এই উইকেটে স্পিনের বিপক্ষে ব্যাটিং করা কঠিন। আমার আরেকটু লম্বা ইনিংস খেলা উচিত ছিল। তবে আমি যেভাবে শুরু করেছি, সেটা নিয়ে খুশি।’

সিরিজে ঘুরে দাঁড়ানোর কৃতিত্বটা শান্ত দিয়েছেন দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে। যা নিয়ে শান্ত বলেন, ‘যেভাবে মিরাজ ও নাসুম বোলিং করেছে, কৃতিত্ব তাদের দিতেই হয়। তাসকিন ভালো শুরু এনে দিয়েছে গুরবাজকে আউট করে। সে আফগানিস্তানের জন্য গুরুত্বপূর্ণ একজন ব্যাটসম্যান। সব মিলিয়ে বোলাররা খুব ভালো করেছে। আমি ফিল্ডিংয়ের ক্ষেত্রে যা চাচ্ছিলাম, যে এনার্জিটা চাচ্ছিলাম, সেটা আজ পেয়েছি। সেদিক থেকে আমি খুবই খুশি।’

শেষ দিকে দারুণ ব্যাটিং করেছেন অভিষিক্ত জাকের আলি ও দীর্ঘ দিন পর ফেরা নাসুম। জাকের ২৭ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলছেন। অন্যদিকে নাসুমের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ২৪ বলে ২৫ রান। যা ম্যাচ জয়ে দারুণ কাজে দিয়েছে বলে মনে করেন শান্ত।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ওরা যেভাবে শেষ করেছে, সেটার পর আমরা মুমেন্টামটা পেয়ে গিয়েছি। আমরা জাকের এবং লোয়ার মিডল অর্ডারে যারা ব্যাটিং করে, যেমন নাসুম, ওদের কাছে এটাই চাইব। ওরা আজ যেভাবে খেলেছে, আমি খুবই খুশি। আশা করছি, ওরা এভাবেই খেলে যাবে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD