সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন




শপথ নিতে ডাক পেয়েছেন তিনজন: মন্ত্রিপরিষদ সচিব

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ ৭:০৯ pm
Bangabhaban বঙ্গভবন official residence principal workplace president Bangladesh বঙ্গভবন বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সরকারি বাসভবন রাষ্ট্রপতি রাষ্ট্রপতির দরবার হল কার্যালয়
file pic

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যারা যুক্ত হচ্ছেন, শপথ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করা হয়েছে তাদের।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, ব্যবসায়ী শেখ বশির উদ্দিন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম রোববার সন্ধ্যায় উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন।

দুপুরে জানা গিয়েছিল, বঙ্গভবনে নতুন পাঁচজন উপদেষ্টার শপথের আয়োজন চলছে। সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছনাত হুমায়ুন কবীরও পাঁচটি গাড়ি প্রস্তুত রাখার কথা বলেছিলেন।

তবে বিকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ বলেন, “তিনজন শপথ নিতে পারেন, তারপর দেখা যাক।”

শপথ নেওয়ার পর প্রধান উপদেষ্টার সম্মতি মিললে দপ্তর পুনর্বণ্টনও হয়ে যেতে পারে বলে আভাস দেন মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, “দপ্তরবণ্টন মাননীয় প্রধান উপদেষ্টার অধিকার। তিনি কাকে কোন দপ্তর দেবেন আজকে নির্দেশ করলে আজকেই নোটিফাই করে দেব। আমরা রেডি আছি।”

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রুতি নিয়ে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার তিন মাসের মাথায় উপদেষ্টা পরিষদের আকার দ্বিতীয় দফায় বাড়ছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, “বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন। ইতোমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।”

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ অগাস্ট নোবেল বিজীয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়।

বর্তমানে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের সদস্য ২১ জন। নতুন করে আরও তিনজন যুক্ত হলে সদস্য সংখ্যা বেড়ে ২৪ জন হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD