মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৯ অপরাহ্ন




সাকিবকে বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ ৯:৫২ pm
Shakib Al Hasan সাকিব আল হাসান Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি
file pic

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশ দলের অবস্থান সংযুক্ত আরব আমিরাতে। সোমবার (১১ নভেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। শারজায় চলমান এই সিরিজের মাঝেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (১০ নভেম্বর) রাতে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে সংস্থাটি। আসন্ন এই এই সিরিজেও খেলা হচ্ছে সাকিব আল হাসানের। তাকে বাদ দিয়েই এবার দল ঘোষণা করেছে বাংলাদেশ।

শারীরিক অসুস্থতার কারণে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচে খেলতে পারেননি লিটন দাস। ক্যারিবীয় সফরে তিনি ফিরছেন। এ ছাড়া সাকিব আল হাসানের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকা সিরিজে ডাক পাওয়া হাসান মুরাদকেও রেখে দিয়েছেন নির্বাচকরা। আর বাকি ক্রিকেটাররা টেস্ট ক্রিকেটের নিয়মিত। এই সিরিজে নাজমুল হোসেন শান্তর সহকারী করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে।

এর আগে সর্বশেষ ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল বাংলাদেশ। সেবার টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারলেও ওয়ানডেতে স্বাগতিকদের ধবলধোলাই করেছিল বাংলাদেশ। এবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। অ্যান্টিগায় আগামী ২২ নভেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে সিরিজটি। এরপর ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট। ওয়ানডে সিরিজের তিন ম্যাচই হবে সেন্ট কিটসে।

যথাক্রমে ৮, ১০ ও ১২ নভেম্বর হবে তিন ওয়ানডে। টি-টোয়েন্টি সিরিজ খেলতে সেন্ট ভিনসেন্ট যাবে দুই দল। সেখানে আগামী ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD