মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন




আকুর দায় শোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ ৯:৩২ pm
Dollar রিজার্ভ Per capita income মাথাপিছু আয় Reserves Reserve রিজার্ভ remittance রেমিট্যান্স প্রবাসী আয় ডলার dollar
file pic

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) সেপ্টেম্বর–অক্টোবর সময়ের জন্য দেড় বিলিয়ন ডলার পরিশোধ করল বাংলাদেশ ব্যাংক। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ১৮ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে নেমেছে। গত সপ্তাহ শেষে রিজার্ভ উঠেছিল ২০ বিলিয়ন ডলারে। রপ্তানি ও রেমিট্যান্সে ভালো প্রবৃদ্ধির ফলে দ্রুত রিজার্ভ আবার বাড়বে বলে আশা করেন সংশ্লিষ্টরা।

আকু হলো- আন্তঃদেশীয় লেনদেন নিস্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে প্রতি দুই মাস পর বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের মধ্যে দায় পরিশোধ হয়। এর আগে শ্রীলঙ্কা আকুতে থাকলেও অর্থনৈতিক সঙ্কটের কারণে নিজ থেকেই তারা বেরিয়ে যায়। গত সেপ্টেম্বরে আকুতে ১৩৭ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ কমে ১৮ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে নেমেছিল। সেখান থেকে আবার বেড়ে গত সপ্তাহ শেষে ২০ বিলিয়ন ডলার হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে গত সপ্তাহ শেষে ২০ বিলিয়ন ডলারে উঠেছিল। তবে ১০ নভেম্বর আকুতে দেড় বিলিয়ন ডলার পরিশোধের পর তা কমে বিপিএম-৬ অনুযায়ী ১৮ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে নেমেছে। চলতি মাসের ১২দিনেই ১ বিলিয়নের বেশি রেমিট্যান্স এসেছে। আবার রপ্তানি আয়ও বাড়ছে। ফলে রিজার্ভ আবার বাড়বে বলে আশা করা যায়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD