মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২০ অপরাহ্ন




আফগানদের কাছে সিরিজ হার, আইসিসি থেকে দুঃসংবাদ পেলো বাংলাদেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ ১:৪৬ pm
bcb খেলা Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি bcb bcb bcb ক্রিকেট বাংলাদেশ-cricket Cricket cricket খেলা ICC Women T20 World Cup Women's Cricket Team t20 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেট টুর্নামেন্ট bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা bcb women cricket ক্রিকেট বিশ্বকাপ মেয়েরা tigress bcb cricket খেলা FIFA Logo federation international football association FIFA World Cup ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন ফিফা bcb BCB cricket bangladesh cricket ক্রিকেট BCB cricket বিসিবি বিসিবি খেলা বিসিবি ক্রিকেট sports cricket stadium স্টেডিয়াম খেলা game ফুটবল ক্রিকেট cricket bcb BCB cricket bangladesh cricket ক্রিকেট BCB cricket বিসিবি বিসিবি খেলা বিসিবি ক্রিকেট sports cricket stadium স্টেডিয়াম খেলা game ফুটবল ক্রিকেট cricket FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল Stadium FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল স্টেডিয়াম
file pic

বাংলাদেশ দলের প্রিয় ফরম্যাট বলা হয় ওয়ানডে ক্রিকেটকে। টেস্ট ও টি-টোয়েন্টির তুলনায় এই ফরম্যাটে যেমন টাইগারদের জয় বেশি তেমনি ৫০ ওভারের ফরম্যাটে ধারাবাহিকতাও ভালো। তবে সেটার ছাপ দেখা গেল না সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজে। যেখানে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়েছে আফগানরা।

সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের জয়ের পর দ্বিতীয় ম্যাচে সমতায় ফিরে বাংলাদেশ। তবে সিরিজ নিধারণী ম্যাচে আবারও পরাজয়ের তিক্ত স্বাদ পায় টাইগাররা। এমন হারের প্রভাব পড়েছে বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটের র‌্যাঙ্কিংয়েও।

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারায় টেবিলে এক ধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশকে টপকে আট নম্বরে উঠে এসেছে আফগানরা। বাংলাদেশের বর্তমান অবস্থান তালিকার ৯ নম্বরে। এ তালিকায় শীর্ষ দশ দলের মধ্যে সবার শেষে অবস্থান দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সিরিজটি শুরুর আগে ৮৬ রেটিং পয়েন্ট ছিল বাংলাদেশের। আফগানদের ছিল ৮৪। তবে তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জয়ের পরে আফগানদের পয়েন্ট এখন ৮৫। বাংলাদেশেরও পয়েন্ট ৮৫, কিন্তু ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ এখন টেবিলের ৯–এ।

অথচ চলতি বছরের মে মাসেও বাংলাদেশের চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে ছিল আফগানিস্তান। কিন্তু আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতে বাংলাদেশকে টপকে গেছে আফগানরা। এ তালিকায় শীর্ষে রয়েছে ভারত। দুই নম্বরে অবস্থান করছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। পাকিস্তানের অবস্থান তালিকার তিন নম্বরে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD