মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৮ অপরাহ্ন




জাতীয় পার্টির সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরী গ্রেফতার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ ৯:৪১ am
Plow money লাঙ্গল হালচাষ হাল চাষ লাঙ্গল-জোয়াল জোয়াল Jatiya Party জাতীয় পার্টি জাপা
file pic

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার মামলায় রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হয়েছেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহিয়া চৌধুরী।

সোমবার দিবাগত রাত ১ টায় এক ক্ষুদে বার্তায় গণমাধ্যমকে ইয়াহিয়া চৌধুরীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব। এতে বলা হয়, যৌথভাবে এই অভিযান পরিচালনা করে র‍্যাব-১ ও র‍্যাব-৯।

উল্লেখ্য, ইয়াহিয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানের কাছে পরাজিত হন তিনি। ইয়াহিয়া চৌধুরী গত সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD