পাঁচ জেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ সাড়ে ৩শ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা-হত্যাসহ বিভিন্ন অভিযোগে সোম ও রোববার রাতে এসব মামলা হয়েছে।
এর মধ্যে গাইবান্ধায় শেখ হাসিনাসহ ১০ জন, চট্টগ্রামে হাছান মাহমুদসহ ২০০ জন, পঞ্চগড়ে সাবেক রেলমন্ত্রীসহ ১৯ জন, চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৯ জন এবং ফরিদপুরের ভাঙ্গায় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর
গাইবান্ধা : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে গাইবান্ধার আমলি আদালতে মামলা হয়েছে। সোমবার সুন্দরগঞ্জের কিসামত হলদিয়া গ্রামের বাসিন্দা গুলিবিদ্ধ ওয়াহেদুর রহমান মামলাটি করেন। আদালতের বিচারক মো. আব্দুল মতিন মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য গাইবান্ধার পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে বলা হয়েছে, ওয়াহেদুর ৪ আগস্ট গাইবান্ধার পুলিশ সুপার অফিসের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ওই পথ দিয়ে শহরে যাচ্ছিলেন। সে সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি।
চট্টগ্রাম : সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাতে নগরীর কোতোয়ালি থানায় মামলাটি করেন খুলশীর পাহাড়িকা আবাসিক এলাকার বাসিন্দা মোহাম্মদ জাহিদুল হাসান ফাহিম। মামলায় অজ্ঞাতনামা আরও ১২০-১৩০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট বেলা ১১টায় নগরের কোতোয়ালি থানা এলাকায় ছাত্র-জনতার ওপর অস্ত্র হাতে নির্যাতন চালিয়েছে আসামিরা।
ফরিদপুর : ভাঙ্গায় ককটেল বিস্ফোরণের ঘটনায় সাবেক সংসদ-সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনসহ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বাদী হয়ে ভাঙ্গা থানায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন।
রোববার রাতে ভাঙ্গা পৌরসভার মধ্যপাড়া হাসামদিয়া মহল্লায় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান।
পঞ্চগড় : তরুণ রিকশাচালক আল আমিনকে হত্যার পর গুমের অভিযোগে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলপথমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজনসহ আওয়ামী লীগের ১৯ নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে।
রোববার রাতে নিখোঁজ আল আমিনের বাবা মনু মিয়া পঞ্চগড় সদর থানায় মামলাটি করেন।
মামলার অপর আসামিরা হলেন আওয়ামী লীগের সাবেক সংসদ-সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া ও মাজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পলব, জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো. নোমান হাসান প্রমুখ।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) : দর্শনায় বিল্লাল হোসেনকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ-সদস্য আলী আজগর টগর ও সাবেক পুলিশ সুপার আব্দুর রহিমসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার দুপুরে বিল্লাল হোসেনের বোন শালপোনা পারভীন চুয়াডাঙ্গা আমলি আদালতে এই মামলা করেন। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রিপল আলী বাদীর বক্তব্য গ্রহণ করে মামলাটি চুয়াডাঙ্গা সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে জানা যায়, ২০১৩ সালের ১১ আগস্ট রাতে দামুড়হুদার দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের মো. বিল্লাল হোসেনকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এর আগে তার কাছে চাঁদা দাবি করেছিলেন আলী আজগার টগর ও আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন নফর।(যুগান্তর)