মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন




চালের দাম আরও কমবে: খাদ্য উপদেষ্টা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ ৫:১৯ pm
Cooked rice steaming boiling boiled rice চাল চাউল ধান ভাত অন্ন চাল খাবার প্রধান খাদ্য রান্না সিদ্ধ সেদ্ধ Panta Ilish Panta_Ilish Cooked rice steaming boiling boiled rice Panta bhat Hilsa Fish Fried পান্তা ইলিশ চাল চাউল ধান ভাত অন্ন চাল খাবার প্রধান খাদ্য রান্না সিদ্ধ সেদ্ধ পান্তা ভাত পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ইলিশ ভাজা মাছ
file pic

আমন ধান বাজারে ওঠা শুরু হলে চালের দাম কমবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) খাদ্য ভবনে খাদ্য পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

খাদ্য উপদেষ্টা বলেন, কিছু আমদানি পাইপলাইনে আছে। দেড় লাখ টন চাল-গম আমদানির জন্য এলসি খোলা হয়েছে। বর্তমানে চালের দাম স্থিতিশীল। নতুন আমন বাজারে ওঠা শুরু হলে চালের দাম আরও কমবে বলে আশাবাদী।

আলী ইমাম মজুমদার বলেন, আমি নিজেই বাজার করি, দাম নিয়ে চাপে আছি। আশা করি আমন ফসল উঠলে দাম কমবে। তবে শীতকালীন সবজি অসময়ের বৃষ্টির জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটিও দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।

আগামী রোববার থেকে আমন সংগ্রহ অভিযান শুরু হবে জানিয়ে তিনি বলেন, বর্তমান সময়ে আমাদের প্রায়োরিটি আমন ধান। উত্তরাঞ্চলে আমনের বাম্পার ফলন হয়েছে। আগামী রোববার (১৭ নভেম্বর) থেকে আমন সংগ্রহ অভিযান শুরু হবে। কৃষক যেন উপযুক্ত দাম পায় সেজন্য আমন ধান সংগ্রহে কেজিপ্রতি ৩ টাকা বাড়ানো হয়েছে। চালেও বাড়ানো হয়েছে।

চলতি বছর সাড়ে ৫ লাখ মেট্রিক টন চাল, সাড়ে ৩ লাখ মেট্রিক টন ধান ও এক লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এরমধ্যে গতবছর চালের সংগ্রহ দর ছিল ৪৪ টাকা, যা এবার ৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে আতপ চাল ৪২ টাকা থেকে বাড়িয়ে ৪৬ টাকা এবং ধান কেজিপ্রতি ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD