মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৯ অপরাহ্ন




ভারতের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ ৯:১৫ pm
দৈনিকের দৈনিক সংবাদপত্র news industry mass media news agencies print media broadcast news media news newspaper মিডিয়া গণমাধ্যম সংবাদ গণ মাধ্যম ইন্টারন্যাশনাল প্রেস ইন্সটিটিউট আইপিআই রিপোর্টার রিপোর্ট সাংবাদিক সাংবাদিকরা সাংবাদিকতা News media সংবাদ শিল্প media পত্রিকা
file pic

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতের কিছু গণমাধ্যম প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে মিথ্যা সংবাদ করে অপ্রচার চালাচ্ছে। তাদের অবস্থা এমন হয়েছে যে, তারা এখন সত্য সংবাদ প্রকাশ করলে মানুষ এখন সেটাকেও মিথ্যা রিপোর্ট বলবে। এর প্রতিকার হচ্ছে, এদেশের গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে সত্যকে তুলে ধরা। অন্তর্বর্তীকালীন সরকারের বড় শক্তি হলো এদেশের গণমাধ্যম।

বৃহস্পতিবার বরিশাল পুলিশ লাইন্সে গণমাধ্যম কর্মীদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা দুপুরে বরিশাল বিভাগের আইনশৃঙ্খলাবিষয়ক সভায় অংশ নেন এবং বিকেলে কৃষি মন্ত্রণালয়ের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে জাহাঙ্গীর আলম বলেন, আমাদের বাহিনীগুলোকে জনবান্ধব করে গড়ে তুলতে হবে। বাহিনীর অনেক লজিস্টিক সমস্যা রয়েছে। সেগুলো দূর করতে আলোচনা চলছে। পুলিশ বাহিনীতে যে আস্থার সংকট ছিলো, তা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এজন্য সবাইকে ধৈর্য্য ধরতে হবে। কমিশনের প্রতিবেদন পেলেই পুলিশ বাহিনীর সংস্কার কাজ শুরু হবে। বর্তমান সময়ে মামলায় অনেক নির্দোষ মানুষ আসামি হচ্ছে। খারাপ লোককে খারাপ বললে সেও মামলা করছে। যারা এ ধরনের মামলা করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিক দম্পতি সাগর-রুণী হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, এবার তদন্তে অবশ্যই সুরাহা হবে। ৬ মাসের সময় দেওয়া হয়েছে। আইজিপির নির্দেশে নতুন একটি টিম গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইজিপি মো. ময়নুল ইসলাম, র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, বরিশাল সেনানিবাসের সপ্তম পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম প্রমুখ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD