মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন




লেবাননে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নিরাপত্তা পরিষদের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ ১০:২০ am
জাতিসংঘ শান্তিরক্ষী দিবস Bangladesh Armed Forces AFD Military Army Navy Air Force সেনাবাহিনী আর্মি বাহিনী ‎বাংলাদেশ সশস্ত্র বাহিনী সামরিক শক্তি United Nations Peacekeeping Mission জাতিসংঘ শান্তিরক্ষা শান্তি মিশন নারী শান্তিরক্ষী UN শান্তিরক্ষী
file pic

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) লেবাননে সংঘাতের সব পক্ষকে শান্তিরক্ষীদের নিরাপত্তা ও নিরাপত্তার প্রতি সম্মান জানানোর জন্য সকল ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে ইসরাইল-হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলায় উদ্বেগ তুলে ধরেছে নিরাপত্তা পরিষদ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

হিজবুল্লাহর বিরুদ্ধে হামলায় এর আগে একাধিকবার জাতিসংঘ মিশনের শান্তিরক্ষীদের লক্ষ্যবস্তু করেছে ইসরাইল। লেবাননে নিয়োজিত জাতিসংঘ মিশন ইউনিফিল নামে পরিচিত। সাম্প্রতিক সময়ে গত ২৯ অক্টোবর, ৭ এবং ৮ নভেম্বর লেবাননে আক্রান্ত হয়েছে শান্তিরক্ষীরা।

যদিও নিরাপত্তা পরিষদ তাদের বিবৃতিতে হামলার জন্য নিদিষ্ট কাউকে দায়ী করেনি।

নিরাপত্তা পরিষদের সদস্যরা বলছে, শান্তিরক্ষীদের কখনই আক্রমণের লক্ষ্য করা হবে না।

এছাড়া সংস্থাটি আঞ্চলিক স্থিতিশীলতা সমর্থনে জোর দিয়ে ইউনিফিলের প্রতি তাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

ইউনিফিল ইসরাইল এবং লেবাননকে বিচ্ছিন্ন করে ব্লু লাইন বরাবর নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে শান্তিরক্ষীদের উপর গুলি চালানো এবং ওয়াচ টাওয়ার ধ্বংস করে জাতিসংঘের ঘাঁটিতে আক্রমণ করার অভিযোগ রয়েছে৷ এর মধ্যে ৭ নভেম্বরের একটি ঘটনা উল্লেখযােগ্য, যেখানে ইসরাইলি বাহিনী বুলডোজার এবং খনন যন্ত্র ব্যবহার করে দক্ষিণ লেবাননের একটি ইউনিফিল পোস্টের অংশ ধ্বংস করে।

অস্ট্রিয়া ইতোমধ্যে জানিয়েছে, ২৯ অক্টোবর হিজবুল্লাহ যোদ্ধাদের চালানো রকেট হামলায় লেবাননে তাদের আট শান্তিরক্ষী আহত হয়েছে।

হিজবুল্লাহ-ইসরাইলের সঙ্গে সংঘর্ষের মাত্রা বৃদ্ধি এবং অনিশ্চয়তার কারণে দক্ষিণ লেবাননে ইউনিফিল ও লেবানিজ সেনাবাহিনীর সদস্যদের জন্য ঝুঁকি বাড়ছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD