এ বছর হজের প্রাথমিক নিবন্ধনের সময় আর বাড়ছে না। ৩০ নভেম্বরের মধ্যেই প্রাথমিক নিবন্ধন শেষ করতে হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ হতে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, যারা হজে যেতে চান, তাদেরকে তিন লাখ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হবে। কেউ চাইলে প্যাকেজের সম্পূর্ণ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধনও করতে পারবেন।
প্রাথমিক নিবন্ধনের সময় সরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ-১ ও সাধারণ হজ প্যাকেজ-২ এর যে কোনটি নির্বাচন করা যাবে। হজ প্যাকেজ নির্বাচনের পর আর প্যাকেজ পরিবর্তন করা যাবে না।
আগামী বছর যারা সরকারিভাবে হজে যেতে চান, তাদের জন্য গত ৩০ অক্টোবর দুটি প্যাকেজ ঘোষণা করেছে মন্ত্রণালয়।
সাধারণ প্যাকেজ-১ এর সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। যারা সাধারণ প্যাকেজ-২ নেবেন, তাদের দিতে হবে সর্বনিম্ন খরচ ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।
এবার খাবারের খরচ হজ প্যাকেজে ধরা হয়নি। সেই হিসেবে আরও ৪০ হাজার টাকা খাবারের জন্য সঙ্গে নিতে হবে। কোরবানি দিতে চাইলে সেই টাকাও নিতে হবে তাদের।
গত ৬ নভেম্বর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকদের জন্য ‘সাধারণ’ ও ‘বিশেষ’- দুটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সির মালিকরা।
খাবার খরচ যুক্ত করে বেসরকারি ব্যবস্থাপনায় ঘোষিত সাধারণ হজ প্যাকেজে ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ২৩ হাজার টাকা এবং বিশেষ হজ প্যাকেজের ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ৯৯ হাজার টাকা।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত আগামী বছর হজে যেতে এখন পর্যন্ত সরকারি মাধ্যমে প্রাথমিক নিবন্ধন করেছেন ১ হাজার ৮৫৫ জন। আর বেসরকারি মাধ্যমে প্রাক নিবন্ধন করেছেন ৬৮ হাজার ৪৭১ জন।
আগামী বছর হজে যেতে সরকারি মাধ্যমে প্রাথমিক নিবন্ধন করেছেন ৩ হাজার ২০৯ জন। আর বেসরকারি মাধ্যমে প্রাথমিক নিবন্ধন করেছেন ১০ হাজার ২০২ জন।
মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে হজ ভিসা দেওয়া শুরু হবে। একই বছরের ২৯ এপ্রিল থেকে হজযাত্রীদের সৌদি আরবে পাঠানো শুরু হবে।
আগামী বছর ২০২৪ সালের মতই বাংলাদেশে থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ হতে পারে।