সিনেমা থেকে খানিকটা দূরেই রয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। বলা চলে, সিনেমার চেয়ে এখন ব্যক্তিগত কাজ নিয়েই ব্যস্ত তিনি। সিনেমার জন্য চলতি বছর ক্যামেরার সমানে দাঁড়াননি এই অভিনেত্রী। সেই সঙ্গে দিতে পারেননি নতুন কোনো সিনেমাতে যুক্ত হওয়ার খবরও। তবে নিজেকে পরিবর্তন করে পুরোপুরি প্রস্তুতি নিয়েই ফের অভিনয়ে ফিরতে চান ঢালিউড কুইন।
অপু বিশ্বাস বলেন, ‘অনেক সিনেমা করেছি, আগামীতে আরও অনেক সিনেমা করবো। সেটার জন্য নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি। এর জন্য যদি আরও সময় লাগে লাগুক। কোনো আফসোস নেই। কারণ, আমার তো সংখ্যা দরকার নেই। আমার এখন সুন্দর কাজের দরকার। এটার জন্য সময় নিয়ে নিজেকে প্রস্তুত করে কাজে নামতে চাই।’
একটি সিনেমার জন্য প্রস্তুতি, পরিকল্পনাসহ আরও অনেক বিষয় থাকে। সেগুলোর সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েই মাঠে নামতে হয় বলেও জানালেন অপু বিশ্বাস।
তার কথায়, ‘সিনেমা তো বললেই হয়ে যায় না। এটার জন্য বড় পরিকল্পনা, সময়, প্রস্তুতি ও ক্যানভাসসহ আরও অনেক কিছু লাগে। সেই জায়গা থেকে কাজ করার চেষ্টা করছি। আশাকরি সব হবে। শুধু একটু সময়ের অপেক্ষা।’
২০২৩ সালে মুক্তি পায় অপু বিশ্বাসের সিনেমা ‘লাল শাড়ি’। একই বছর তিনি শেষ করেন দ্বীন ইসলাম পরিচালিত সিনেমা ‘ট্রাপ’র শুটিং। যা মুক্তি পায় চলতি বছরের শুরুতে।