বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৫ পূর্বাহ্ন




ফেসবুকে পোস্ট করে আলোচনার সৃষ্টি করলেন অপু বিশ্বাস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ ৪:৫১ pm
Apu Biswas film actress model নায়িকা অপু বিশ্বাস
file pic

সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যের ধোঁয়াশা হঠাৎই আরো বাড়িয়ে দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। টয়লেট দিবসের ৪ দিন পর তা নিয়ে একটি পোস্ট করে নেট পাড়ায় আলোচনার সৃষ্টি করেছেন অভিনেত্রী।

রোববার (২৪ নভেম্বর) রাতে হলুদ ক্যানভাসে হঠাৎই অপু ইংরেজিতে তিন লাইনে কিছু শব্দ লেখেন। যার বাংলা অর্থ দাঁড়ায়, দেরীতে পোস্ট, শুভ টয়লেট দিবস, ২০ নভেম্বর।

অপুর এমন পোস্ট দেখে নেটিজেনরা মন্তব্য করতে শুরু করেন। একজন লেখেন, এই ছিল মনে। আরেকজন লেখেন, নভেম্বর মাসে কিন্তু ভালো একটা টয়লেট ক্লিনার বের হয়েছে।

যদিও অপুর এ স্ট্যাটাসে চাইলেই সব নেটিজেন মন্তব্য করতে পারবেন না। কেননা, অপু তার কমেন্ট বক্স লিমিটেড করে রেখেছেন। শুধুমাত্র অপুর ফেসবুক ফ্রেন্ড সার্কেলরাই মন্তব্যের ঘরে মতামত জানাতে পারবেন।

এদিকে সোশ্যাল মিডিয়ায় অপুর এমন পোস্ট নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। অনেকেই বলছেন, ঢালিউড সুপারস্টার শাকিব খানকে খোঁচা দিতে হঠাৎই এমন পোস্ট অভিনেত্রীর।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD