বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:১১ পূর্বাহ্ন




এবার চীন সফরে যাচ্ছেন জামায়াতসহ কয়েকটি ইসলামী দলের নেতারা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪ ১০:৩৬ am
Bangladesh Jamaat-e-Islami বাংলাদেশ জামায়াত ইসলামী
file pic

এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ দেশের আরও কয়েকটি ইসলামী রাজনৈতিক দল চীন সফরে যাচ্ছেন। দেশটির ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বুধবার এসব রাজনৈতিক দলগুলো দেশটিতে যাচ্ছেন।

সম্প্রতি চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এক সপ্তাহের সফর শেষে গত ১৬ নভেম্বর দেশে ফিরেছেন দলের ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল।

আজ বুধবার রাতে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ বেশ কয়েকজন চীন সফরে যাচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের বলেন, চীন সরকারের আমন্ত্রণে তারা বুধবার রাতে ঢাকা ছাড়বেন। চীনের জিনজিয়াং প্রদেশসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় পরিদর্শন করবেন। এ সময় দেশটির শীর্ষ ক্রেতা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD