বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন




দুদকের মামলায় অব্যাহতি পেলেন মিয়া গোলাম পরওয়ার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪ ৫:০৮ pm
গোলাম পরওয়ার Mia Golam Parwar মিয়া গোলাম পরওয়ার Secretary General Jamaat-e-Islami জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল
file pic

দুর্নীতির অভিযোগে ২০১৭ সালে দুদকের দায়ের করা মামলায় অব্যাহতি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (২৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেনের আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বারের অ্যাডহক কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।

জানা যায়, জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৯ লাখ ৩০ হাজার ৪৭৩ টাকা অর্জনপূর্বক তা দখলে রাখার অভিযোগ তুলে ২০১৭ সালের ১২ এপ্রিল রমনা থানায় মামলা দায়ের করেন দুদকের তৎকালীন উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী।

তদন্ত শেষে এ বছরের ৩ সেপ্টেম্বর তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দাখিল করে দুদক। এ দিন দুদকের দেয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে বিচারক তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD