বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:১২ পূর্বাহ্ন




আইসিসিকে ভারতের ওপর কর্তৃত্ব দেখাতে বললেন আফ্রিদি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪ ১১:৩০ am
Shahid Afridi Pakistani cricketer শহীদ আফ্রিদি পাকিস্তানী ক্রিকেটার
file pic

সব মিলিয়ে দুই মাসের কিছু সময় বেশি বাকি আছে চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়ানোর। তবে এই টুর্নামেন্ট শেষ পর্যন্ত মাঠে গড়াবে কিনা তা নিয়ে কিছুতেই শঙ্কা দূর হচ্ছে না। ভারত তাদের অবস্থানে অনড়। চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তানে যাবে না তারা। অন্যদিকে পাকিস্তানও অনড়। চ্যাম্পিয়নস ট্রফি নিজেদের মাটিতেই আয়োজন করবে। এই অবস্থায় আইসিসিকে ভারতের ওপর কর্তৃত্ব দেখাতে বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন নিয়ে আজ বৈঠক হওয়ার কথা রয়েছে আইসিসির। যেখানে এর একটা সমাধান আসতে পারে। যেখানে ভারতের দাবি মেনে পাকিস্তান হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে পারে। তবে কোনো কারণে সেটি না হলে হয়তো পাকিস্তান থেকে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজনই সরে যেতে পারে।

আর এই সবই যে হচ্ছে ভারতের কারণে। তা সকলেরই জানা। আফ্রিদিও তাই ভারতকেই দায়ী করেছেন। ভারতকে খেলার সঙ্গে রাজনীতিকে না জড়ানোর কথা বলেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আফ্রিদি লিখেছেন, ‘বিসিসিআই খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে অনিশ্চিত অবস্থায় ফেলেছে। হাইব্রিড মডেলের বিরুদ্ধে পিসিবির অবস্থানকে পূর্ণ সমর্থন করছি।’

তিনি আরও বলেন, ‘যেহেতু পাকিস্তান (নিরাপত্তা শঙ্কা সত্ত্বেও) ২৬/১১ এর পর দ্বিপাক্ষিক সাদা বলের সিরিজসহ পাঁচবার ভারত সফর করেছে। আইসিসি ও এর পরিচালনা পর্ষদের নিরপেক্ষতা বজায় রাখার এবং তাদের কর্তৃত্ব দেখানোর সময় এসেছে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD