বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৪০ পূর্বাহ্ন




জ্যামাইকায় নতুন শুরুর আশায় মিরাজ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪ ১১:১০ am
Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি Mehidy Hasan Miraz cricketer batsman ক্রিকেটার ক্রিকেট মেহেদী হাসান মিরাজ mehedi mehedi Cricket-মিরাজ
file pic

অ্যান্টিগায় প্রথম টেস্টে পঞ্চমদিনে গিয়ে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে চরম ব্যাটিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় ব্যবধানে হেরে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে পিছিয়ে বাংলাদেশ। তবে দারুণ পেস বোলিংয়ের নিদর্শন দেখিয়েছেন তাসকিন আহমেদরা।

বাংলাদেশ দল এখন জ্যামাইকায়। এখানে আগামীকাল শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে সব ভুল-ত্রুটি শুধরে মাঠে নামতে চান বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

কাল বিসিবির এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘পরের ম্যাচে চেষ্টা করব যে ভুলত্রুটিগুলো ছিল, সেখানে উন্নতি করে নতুন করে ফিরতে। জ্যামাইকার পিচ ও কন্ডিশন দেখে আমরা একাদশ সাজানোর চেষ্টা করব। যে ভুলগুলো করেছি, কোন জায়গায় করেছি, সেটা নিয়ে কাজ করেই মাঠে নামব।’

অ্যান্টিগার চ্যালেঞ্জের কথা মনে করে মিরাজ বলেন, ‘অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল প্রথম টেস্ট ম্যাচটি। আমাদের যেভাবে খেলা উচিত ছিল, সেভাবে খেলতে পারিনি ব্যাটিং বিভাগে। বোলাররা খুবই ভালো বোলিং করেছে। কিছু জায়গায় যদি আরও ভালো করতে পারতাম, তাহলে আরও ভালো হতো। আমাদের জুটি বড় হয়নি। ভুলত্রুটিগুলো যদি আমরা ঠিক করতে পারি, তাহলে পরের ম্যাচে ভালো কিছু হবে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD