বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির একটি সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার।
গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত কার্যনির্বাহী একটি সদস্য পদে দুজন (সাইফুর রহমান মনি এবং সংগঠক এখলাছ উদ্দীন) সদস্যের ভোট (৬১) সমান হওয়ায় এই পদে আবার ভোটাভুটি হচ্ছে।
মনি জাতীয় দলের সাবেক ফুটবলার। বর্তমানে কোচিং পেশায় জড়িত। অপরদিকে এখলাছ উদ্দীন চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) সভাপতি।
ফুটবলের উন্নয়নে তৃণমূল পর্যায়ে কাজ করছেন। পুননির্বাচনে বাফুফের ১৫তম সদস্য হিসাবে কে নির্বাচিত হবেন, জানা যাবে আগামীকাল। মনি ও এখলাস দুজনই জয়ের ব্যাপারে আশাবাদী।