বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন




শিল্পকলায় অভিনয় থেকে বিরত থাকার অনুরোধ, যা বললেন মামুনুর রশীদ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪ ১১:০৩ am
Drama Drama is the specific mode of fiction represented in performance: a play, opera, mime, ballet, etc., performed in a theatre, or on radio or television. pada ট্রায়াল অব সূর্যসেন নাটক Natok
file pic

বিনোদন জগতে দেশ নাটকের ‘নিত্যপুরাণ’র প্রদর্শনী বন্ধ করে দেওয়ার পর থেকেই অস্থিরতা বিরাজ করছে শিল্পকলায়। এমন পরিস্থিতিতে শিল্পকলার মঞ্চে অভিনয় থেকে নাট্যজন মামুনুর রশীদকে সাময়িক দূরে থাকার অনুরোধ করেছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। আর তাতেই ক্ষোভ প্রকাশ করেছেন একুশে পদকজয়ী এ অভিনেতা।

নাট্যজন মামুনুর রশীদ সম্প্রতি গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, শিল্পকলা একাডেমির কিছু কর্মকর্তা-কর্মচারীর কথা শুনে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন মহাপরিচালক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। তিনি সেসব কর্মকর্তা-কর্মচারীকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। তারা যেটা বলছেন, সেটা শুনেই সিদ্ধান্ত গ্রহণ করছেন।

মামুনুর রশীদ বলেন, আমাকে বিপ্লববিরোধী আখ্যা দিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে শিল্পকলা একাডেমি। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে ছাত্র-জনতার অভ্যুত্থানে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’—এই স্লোগান দেওয়া উচিত হয়নি বলে বিবৃতি দিয়েছিলাম। এ বিবৃতি কোনো বিপ্লববিরোধী বিবৃতি ছিল না।

এ অভিনেতা বলেন, পরে নিজেও গণঅভ্যুত্থানে অংশ নিয়েছি। যখন ছাত্রদের ওপর পুলিশ গুলি চালিয়েছে, তখন রাজপথে অবস্থান নিয়েছি। তিনি বলেন, ছাত্র হত্যাকাণ্ডের বিরুদ্ধে মিছিল করেছি। অন্যায়ের প্রতিবাদে আওয়াজ তুলেছি। তাহলে আমার অপরাধ কোথায়? অথচ সেই বিবৃতি কেন্দ্র করে আমাকে শিল্পকলা একাডেমির মঞ্চে অভিনয় না করার সিদ্ধান্ত আরোপ করা হয়েছে।

এদিকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক বলেন, আমি মামুনুর রশীদকে নিজে ফোন করে তাদের রাঢ়াঙ নাটকের শো করতে বলেছিলাম। এই নাটকটি করা দরকার। এই নাটকে উনি ছোট একটি চরিত্রে অভিনয় করেন। তাকে অনুরোধ করেছি, সেই চরিত্র যদি অন্য কাউকে দিয়ে করানো যায়।

সৈয়দ জামিল বলেন, আপনি যেহেতু আন্দোলনের সময় রাজাকার নিয়ে কিছু বলেছিলেন, এটা নিয়ে মানুষের ক্ষোভ ও কষ্ট আছে। আপনি গেলে মানুষের সেই কষ্টটা বাড়বে। সেই জন্য আপনি ছাড়া যদি নাটকটির প্রদর্শনী সম্ভব হয়, এটা আপনি দেখেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD