বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন




শ্লথ ব্যাটিংয়ে দলকে ডুবালেন সাকিব

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪ ১১:২১ am
Shakib Al Hasan সাকিব আল হাসান Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি SHAKIB Shakib সাকিব bcb
file pic

আগের ম্যাচে ১৯ বলে ২৯ রানের ইনিংস খেলেছিলেন সাকিব আল হাসান। দলকে জেতাতে পারেনি। পরের ম্যাচে সুযোগ ছিল ঘুরে দাঁড়ানোর। সে পথে হাঁটেননি সাকিব। শ্লথ ব্যাটিংয়ে দল বাংলা টাইগার্সকে ডুবিয়েছেন দেশের তারকা এই অলরাউন্ডার। টুর্নামেন্টে এটি সাকিবের দলের চতুর্থ হার।

ডেকান গ্লাডিয়ের্টসের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে স্কোরবোর্ডে মোটে ৭২ রান তুলে বাংলা টাইগার্স। যেখানে বড় দায় সাকিবের। দলের হয়ে সর্বাধিক ২২ বল খেলে এই ব্যাটার মোটে রান করেছেন ১৫। যেখানে চার কিংবা ছয় নেই একটিও। চার ছক্কার মারমার কাটকাট টি-১০ লিগে সাকিবের এমন রহস্যজনক ব্যাটিং নিয়ে তাই প্রশ্ন থাকছেই।

সাকিবের ব্যর্থতার দিনে ব্যর্থ বাকিরাও। ইফতেখার আহমেদ ছাড়া ও রশিদ খান ছাড়া দুই অংকের দেখা পাননি কোনো ব্যাটার। শেষ পর্যন্ত বাংলা টাইগার্সের পুঁজি ৬ উইকেটে ৭২। যেখানে ১০ রান খরচায় ৩ উইকেট তুলেছেন রিচার্ড গ্লেসন।

জবাবে মাত্র ৫.১ ওভারে ৯ উইকেট হাতে রেখে ম্যাচে জয় তুলে ডেকান গ্লাডিয়েটর্স। অধিনায়ক নিকোলাস পুরান ১৩ বলে ৩৬ রান করেন। আরেক ব্যাটার জস বাটলার ১৩ বলে ২৯ রানে অপরাজিত থাকেন।

টি-১০ লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান ডেকানের। ৬ ম্যাচে ১০ পয়েন্ট তাদের। অন্যদিকে ৯ নম্বরে নেমে গেছে সাকিবের বাংলা টাইগার্স। ৬ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট দলটির।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD