সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:০৬ অপরাহ্ন




ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের চমক রেখে দল ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪ ৫:৩৩ pm
bcb খেলা Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি bcb bcb bcb
file pic

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ চলছে। সোমবার (২ ডিসেম্বর) রাতে শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হবে। চলমান এই সিরিজের পর একটু সময় পাবেন না বাংলাদেশের ক্রিকেটাররা। লাল বলের সিরিজ শেষ হওয়ার পরপরই শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৮ ডিসেম্বর। আসন্ন ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত না থাকায় তার পরিবর্তে মেহেদী হাসান মিরাজ নেতৃত্ব দেবেন দলকে। এখন প্রথমবারের মতো ওয়ানডেতে নেতৃত্ব দেবেন মিরাজ।

কুঁচকির চোটের কারণে টেস্ট সিরিজের মতো ওয়ানডে সিরিজেও ছিটকে পড়েছেন শান্ত। ইনজুরির তালিকায় সবশেষ যুক্ত নাম তাওহীদ হৃদয়ের। নিজ শহর বগুড়াতে অনুশীলন করার সময় পায়ে চোট পান হৃদয়। যে চোটের কারণে ক্যারিবীয় সিরিজে তার খেলা হচ্ছে না।

এ বিষয়ে বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেছেন, ‘হৃদয় তার ডান কুঁচকিতে ব্যথা অনুভব করেছেন। চিকিৎসকরা বিষয়টি নিশ্চিত হয়েছে। তাই তাকে তাকে বিশ্রামের পরামর্শ দেয়া হয়েছে। আমরা তার খেলার প্রস্তুতি নির্ধারণ করতে দুই সপ্তাহের মধ্যে তাকে পুনরায় মূল্যায়ন করব।’

এদিকে, এক বছর পর ওয়ানডে দলে ডাক পেয়েছেন বাঁহাতি আফিফ হোসেন ধ্রুব। জাতীয় দলরে জার্সিতে ২০২৩ সালে সবশেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। বাদ পড়েছেন গত মাসে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা জাকির হোসেন। তবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেকে মুগ্ধতা ছড়িয়ে নিজের জায়গা ধরে রেখেছেন পেসার নাহিদ রানা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

চলমান টেস্ট ম্যাচটি শেষে আগামী ৮, ১০ ও ১২ ডিসেম্বর ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে গড়াবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD