সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:১৯ অপরাহ্ন




নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা আজ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪ ১১:৩৯ am
CEC election commission নির্বাচন কমিশন ইসি সিইসি Kazi Habibul Awal কাজী হাবিবুল আউয়াল নির্বাচন সিইসি ইসি cec ec election প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল cec নির্বাচন-Election নির্বাচন Election
file pic

নতুন নির্বাচন কমিশনের (ইসি) প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে আজ। সোমবার বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাকক্ষে এ সভা হবে। সভায় ভোটার তালিকা হালনাগাদসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

সভায় প্রাধান্য পাবে যে এজেন্ডাসমূহ

ক. নির্বাচন কমিশন (কার্যপ্রণালী) বিধিমালা ২০১০ এর বিধি ৩(২) এর বিধান অনুযায়ী কমিশনের বিভিন্ন কার্যক্রম নিষ্পন্নের জন্য ৪ জন নির্বাচন কমিশনারের নেতৃত্বে পৃথক ৪টি কমিটি গঠন।

খ. ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি প্রণয়ন।

গ. জাতীয় সংসদের সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রাপ্ত আপত্তিসমূহের বিষয়ে মাননীয় কমিশনকে অবহিতকরণ এবং বিবিধ।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীন নিয়োগ পান। এছাড়া নির্বাচন কমিশনার পদে যে চারজন নিয়োগ পান তারা হলেন- অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD