সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:০৬ অপরাহ্ন




প্রশ্নফাঁস: রেলওয়ের ৫১৬ পদের এমসিকিউ পরীক্ষা বাতিল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪ ৫:৩২ pm
বেকার exam jobs bd jobs bdjobs Career Circular chakrir khobor recruitment Candidate বেতন চাকরি খবর চাকুরি বাকরি চাকরিজীবী চাকুরে আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি চাকরী মৌখিক পরীক্ষা প্রার্থী ক্যারিয়ার বিজ্ঞাপন পদ জব সার্কুলার কোম্পানি BCS Examination Bangladesh Public Service Commission বিসিএস পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন Bangladesh Public Service Commission psc বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি BCS Examination Bangladesh Public Service Commission বিসিএস পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন Bangladesh Public Service Commission psc বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি
file pic

প্রশ্নফাঁসের অভিযোগ উঠায় বাংলাদেশ রেলওয়ের বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে রেলওয়ের দশম গ্রেডের ১১ ক্যাটাগরির ৫১৬টি উপসহকারী প্রকৌশলী পদের এমসিকিউ পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময় পুনরায় অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে চ্যানেল 24 অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে গত ৫ জুলাই অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নেয়া এমসিকিউ লিখিত পরীক্ষা বাতিল করা হলো। এ পদের পরীক্ষা আগামী বছরের (২০২৫ ইং) মার্চে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এর আগে গত ৫ জুলাই অনুষ্ঠিত পিএসসির অধীনে রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে পিএসসির দু’জন উপপরিচালক, একজন সহকারী পরিচালকসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।

রেলওয়ের এ নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের ব্যাপারে তদন্ত কমিটি গঠন করেছিল পিএসসি। ওই সময় এই নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশও করেছিলেন চাকরিপ্রার্থীরা।

প্রসঙ্গত, পিএসসির অধীনে অনুষ্ঠিত বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে চ্যানেল 24। প্রতিবেদনে পিএসসির কর্মকর্তারা প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত বলে উঠে আসে।

এর আগে ২০১৯ ও ২০২৩ সালে রেলওয়ের দশম গ্রেডের ১১ ক্যাটাগরির ৫১৬টি উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পৃথক ১১ ক্যাটাগরির উপসহকারী প্রকৌশলী পদে এ নিয়োগ দেয়া হয়েছিল। কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ উঠায় আলোড়ন সৃষ্টি হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD