বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন




বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলায় ভারতের দুঃখপ্রকাশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪ ৯:৩১ pm
Indian Visa Application Center IVAC High Commission of India ভারতীয় হাই কমিশন ভিসা সেবা ভারতীয় হাইক‌মিশন ভারত হাই কমিশন ভারত দূতাবাস ভারতীয় দূতাবাস ভিসা আবেদন ভিসা আবেদনকারী Bangladesh–India বাংলাদেশ-ভারত Bangladesh India বাংলাদেশ ভারত Bangladesh–India বাংলাদেশ-ভারত Bangladesh India বাংলাদেশ ভারত india-flag India ভারত পতাকা ভারত Online Visa application e-Visa eVisa e PASSPORT e‑PASSPORT Machine Readable Passport Application Immigration মেশিন রিডেবল পাসপোর্ট ইমিগ্রেশন ই-পাসপোর্ট ই পাসপোর্ট অনলাইন ভিসা আবেদন ইমিগ্রেশন চেক অ্যাপ্লিকেশন Visa
file pic

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবারের এই হামলার ঘটনায় এক বিবৃতিতে দুঃখপ্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ওই বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের ঘটনাটি খুবই দুঃখজনক। কোনো অবস্থাতেই কূটনৈতিক এবং কনস্যুলার সম্পত্তি লক্ষ্যবস্তু করা উচিত নয়।

এতে আরও বলা হয়, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং ভারতে অবস্থিত বাংলাদেশের ডেপুটি বা সহকারী হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে।

এর আগে সোমবার দুপুরে ভারতীয় সংবাদমাধ্যমের ছড়ানো গুজবের জেরে আগতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালানো হয় বলে কলকাতা টোয়েন্টি ফোর সেভেনের এক প্রতিবেদনে বলা হয়। এতে বলা হয়, হিন্দুত্ববাদীরা এ হামলা চালিয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD