সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন




ইরানকে প্রশ্রয় দিলে ভুগতে হবে, সিরিয়াকে হুঁশিয়ারি নেতানিয়াহুর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪ ১১:১৭ am
Israel Benjamin Netanyahu ইসরায়েল বেঞ্জামিন নেতানিয়াহু
file pic

ইরানকে প্রশ্রয় দিলে ভুগতে হবে বলে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার বলেছেন, সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ইসরাইল সম্পর্ক স্থাপন করতে চায়, কিন্তু ইহুতি রাষ্ট্রকে হুমকি দিলে তারা আক্রমণ করতে দ্বিধা করবে না।

মঙ্গলবার এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু বলেন, সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা আমাদের নেই,তবে আমরা অবশ্যই আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা প্রয়োজন তা করতে চাই।

তিনি বলেন, ইসরাইলি বিমান বাহিনী সিরিয়ার ক্ষমতাচ্যুত আসাদ সরকারের রেখে যাওয়া সামরিক কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে বোমাবর্ষণ করছে, যাতে এসব সামরিক সরঞ্জাম জিহাদিদের হাতে না পড়ে।

নেতানিয়াহু বলেন, আমরা সিরিয়ার নতুন সরকারের সাথে সঠিক সম্পর্ক চাই, কিন্তু যদি এই সরকার ইরানকে সিরিয়ায় নিজেকে পুনঃপ্রতিষ্ঠিত করার অনুমতি দেয়, বা ইরানি অস্ত্র বা অন্য কোনো অস্ত্র হিজবুল্লাহর কাছে হস্তান্তরের অনুমতি দেয়, বা আমাদের ওপর হামলা চালায়, তাহলে আমরা জোরপূর্বক জবাব দেব এবং আমরা এর থেকে ভারী মূল্য আদায় করব।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগের শাসনামলে যা হয়েছে তা এই সরকারের ক্ষেত্রেও ঘটবে।

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন মোহাম্মদ আল–বশির। ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন। গত মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। নতুন প্রধানমন্ত্রী হিসাবে সিরিয়ায় এখন রাজনৈতিক অস্থিতিশীলতা এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলো পুনর্গঠনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে মোহাম্মদ আল-বশিরকে।

এদিকে সিরিয়ার সীমান্ত বরাবর বাফার জোন থেকে সেনা প্রত্যাহার করার জন্য ইসরাইলকে আহ্বান জানিয়েছে ফ্রান্স। অন্যদিকে জার্মানি এবং স্পেন জেরুজালেমকে তার উত্তর সীমান্তে বর্তমান সংকটকালে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার বলেছে, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীকে সিরিয়াকে ইসরাইলের গোলান হাইটস থেকে আলাদা করা অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে।

এতে বলা হয়, ইসরাইল এবং সিরিয়ার মধ্যে বিচ্ছিন্ন অঞ্চলে যে কোনও সামরিক মোতায়েন ১৯৭৪ সালের বিচ্ছিন্নকরণ চুক্তির লঙ্ঘন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD