সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন




বিশ্বকাপে সরাসরি খেলা হবে তো বাংলাদেশের?

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪ ১১:১২ am
cricket-pak cricket pak pakistan cricket board logo pcb Pakistan Pak national cricket team পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পাকিস্তান জাতীয় ক্রিকেট দল Cricket-Pakistan Cricket-Bangladesh-U19
file pic

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের উত্থান মূলত ওয়ানডে দিয়ে। প্রিয় সেই সংস্কারণেই এখন নিজেদের হারিয়ে খুঁজছে টাইগাররা। গত ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পাশাপাশি শেষ ছয়টি ওয়ানডে সিরিজের পাঁচটিতেই হেরেছে বাংলাদেশ।

র‌্যাংকিংয়ে নয়ে নেমে যাওয়ায় আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে শঙ্কা ক্রমেই বাড়ছে। ১৪ দলের ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়াও র‌্যাংকিংয়ের শীর্ষ আট দল সরাসরি খেলবে।

এই মুহূর্তে ওয়ানডে র‌্যাংকিংয়ে দক্ষিণ আফ্রিকা চারে ও জিম্বাবুয়ে ১২ নম্বরে। প্রোটিয়ারা লড়াইয়ে না থাকায় র‌্যাংকিংয়ে শীর্ষ নয়ে থাকালেই সরাসরি বিশ্বকাপে খেলা যাবে। এখন ৮২ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে নয়ে। ৮৫ পয়েন্ট নিয়ে আফগানিস্তান আটে ও ৭৬ পয়েন্ট নিয়ে দশে ওয়েস্ট ইন্ডিজ।

এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতা ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য র‌্যাংকিংয়ে বাংলাদেশকে টপকে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল করা।

এজন্য আজ সেন্ট কিটসে শেষ ম্যাচ জিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে মরিয়া উইন্ডিজ অধিনায়ক শাই হোপ, ‘প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা পয়েন্ট তুলে র‌্যাংকিংয়ে আরও উপরে উঠতে চাই। আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করতে চাই। আশা করি, ৩-০ করতে পারব।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD